Sunday, February 28, 2021

সুপ্রভাত : তিন

নতুন দিনের কাছে নেই কোন প্রত‍্যাশা আর

একটা নতুন দিন এতো জীবনের আলোড়ন নিয়ে এলো

এই কি যথেষ্ট নয়?

বুকে একটা সূক্ষ্ম হাহাকার মনে করিয়ে দেয়

এমনি নতুন দিনেরাই বয়ে নিয়ে গেছে সময় আর কাছে টেনে আনছে সেই অন্তিম দিনটিকে

তা আনুক

এই নিদারুন অসহায়তার মাঝে

প্রিয় মানুষের মুখের মতোই সে চির কাঙ্ক্ষিত 




Saturday, February 27, 2021

JointHit

27th of February 2021

Happy Faces took places on

Now

Think bright 

Play it right

'Movers n Shakers' r GODs from ancient testimonies

Can be projected n gotten by

Not the only concerns required in alliances 

What's in some PM's head?

Who can tell?

Not a matter of 'Roof n Bread'

Think bout complex n progressive, 

Proactive n submissive 

Alibi to 'Thinkers n Beggers'

FlagTalks beside a dirty teastall

May creat NewAvengers

Think Think Think

Think a LOTTTT

See through some Stones on miles

Ambrace on a single shot






BIG FAT STUPIDS ON SHORE

Alright...

Dance with me 

Ur arms my arms

Ur legs my legs

U breath I breath

Seriously???


Ok...

Lets sit face to face

U say I say

U sing I sing

U spit I spit

U laugh I laugh

Damn !!!!


Come Onnnn...

Come close or go away

U come I stay

U Go I stay

U hate I stay

U love I L❤VE

OMG...


What M doin 😠😵😱

Never mind 🙁

Rather...

well...

Rather be...


Someone bring me a moist ApplePie

N some cool MakeUps

I wanna dance like a flamenco

💃💃💃💃💃💃💃💃💃💃💃

Multiply me multiply me...

Enough I ever had

Time for fresh air n infinity


Rather be...

Lets be the ONE

U r fool I m fool

U r cool I m cool

U r dumb I m dumb

U jump I jump

DOPE 🤘🤘🤘







Friday, February 26, 2021

ক্লান্তি

কিছু শব্দের ভেতর বিদ্রুপের হাসি লুকিয়ে থাকে

কিছু নিস্তব্ধতার মাঝে লুকিয়ে থাকে ক্রোধ 

কিছু নাচের ধুনে আমি প্রতিবাদ করতে শিখেছি

আর শিখেছি হেঁটে হেঁটে পা চলতে পথে পথে

অনেক হল সুধি দর্শক ও শ্রোতাদের কাতারে

হাততালি সিটি সবই বাজিয়েছি অক্লান্ত ঠায় বসে বসে অন্ধকারে

বাড়ি ফেরার সময় হলো

আমার নিজের বাড়ি...



সুপ্রভাত : দুই

আমার বারান্দায় বসন্তের সৌরভ

আর বসন্তের সংগীত

প্রতিবন্ধকতাতেও নিরলস নতুন কুঁড়িদের সূর্য দেখার অভিলাস আমার মনকে শান্ত করে দিল

আর ম্লান করে দিল সব কদর্য স্মৃতিগুলোকেও

আমিও গুনগুনিয়ে উঠলাম কাছের দূরের অসংখ্য পাখিদের সাথে

নগ্ন পায়ে ঠান্ডা স্নিগ্ধ বাতাস এসে লাগতেই 

সব গ্লানি যেন বিলুপ্ত হয়ে গেল

মনে হল সুপ্রভাত জানাই আজকেও

পাশে কেউ নেই তাতে কি?

যে মিষ্টি সকাল আমার প্রেরণা হলো

তাকে ভালো না বেসে কেউ থাকতেই পারে না

Thursday, February 25, 2021

ঘোর

উদ্ভট মারীর দিনে

ক্ষয়ে ক্ষয়ে যাওয়া প্রাণশক্তি 

আজকাল মগজের গহীনে 

খুঁজে বেড়ায় প্রাগৈতিহাসিক অপাপবিদ্ধ ঘোর

শুনশান ঘরময় ধিনচাক নাচে ব‍্যস্ত হয় 

বহুদিনের অনভ‍্যস্ত পদযুগল

আর যেন ফিরে পেতে চায় রংধনু ডানাদের পুরোনো আশ্বাস

একঘর ছাইয়ের স্তুপে 

বর্ণিল আলোক ছটারা ঘুরে বেড়ায় 

বাস্তব ক্ষুধামন্দায় পালকদের পূণঃজন্ম না মৃত‍্যু আবশ‍্যক তা জানার আগ্রহ নেই মোটেও

সবকিছু অবিচার্য করে তোলে অলৌকিক ঘোর

 

নাহ

পাগল উন্মাদ কিংবা বিকারগ্রস্ত প্রাণ নয় কোনো

বয়ে যাওয়া দিন রাত সময়  

বস্তুনিষ্ঠ অর্থনীতি সমাজনীতি রাজনীতি সম্পর্কনীতি

বিদ‍্যমান থাকে প্রবল দাপটে

আর আছে শীতল ক্লান্তি ও নিস্তব্ধতা

 

এক চড়ে যদি ঘোর না কাটে

সাত চড়ে তো কাটবেই কাটবে


😂😂😂😂😂😂😂😂

😂😂😂😂😂😂😂😂





সুপ্রভাত : এক

যাকে তুমি ভালোবাসো সে তোমার হোক

তোমার হৃদয়ের রঙ থাকুক তার চোখে

তোমার চির সবুজ উষ্ণতা সে পাক

যত অবুঝ সুর ও সংগীত আর বিদগ্ধ শব্দ

ছুঁয়ে ছুঁয়ে দিক তাকে দিন রাত

তুমি যেন রাখো তাকে নিবিড় আলিঙ্গনে

আর মিলে মিশে যাক প্রবল নিঃশ্বাস একান্ত তোমাদের

পৃথিবী তোমাদের হোক।

Wednesday, February 24, 2021

দাও সে গভীর শূণ‍্যতা, হে মহাপ্রাণ

আরও কিছুদিন বাঁচবার বড় সাধ হয় আজকাল

বহু অপচয়, কিছু মৃত‍্যু আর কিছু উপলব্ধি,

আক্ষেপ নয়,

বাঁচবারই জাগিয়ে তুললো সাধ, শেষ পর্যন্ত

অর্থহীন অনর্থতার বাইরে

সূক্ষ্ম ও স্থুল বস্তুগত উপাদান, বিশ্বাস এবং সংস্কার পেরিয়ে

দেয়ালের ওপাশে

হয়তো আরেকটি সুবর্ণ দেয়ালই থাকে অপেক্ষায়

সে থাকুক

নিজের ভেতরের প্রবল অস্পৃশ‍্যতার দহন জাগানিয়া গান আর অন্তহীণ ঐকতান আমাকে ফেরায়নি কখনো

বহু বছর আগে অনেকদূর হেঁটে হেঁটে একা

ফিরে এসে চোখে চোখ রেখে বলেছিলাম

"জীবন বদলে নিয়েছি"

তখনও বুঝিনি

বদলে যাওয়া যায় ক্ষণিকেই

কিন্তু বদলে যাওয়ার মূল‍্য দিতে হয় 

যুগের পর যুগ

দ্বিধা নয়, অপারগতাও নয়

লোভ, ঘৃণা, ভালোবাসা, বোধ কিংবা ত‍্যাগও নয়

ক্ষোভ নয়, প্রতিবাদও নয়

হয়তো বা এক অযোগ্য সময়ের নিয়তিই

এই অঙ্গার হৃদয় খুঁড়ে খুঁড়ে 

আর যাই হোক প্রশ্ন নেই কোন উদ্বৃত্ততার

প্রশ্ন আছে, প্রশ্ন থাকে

উত্তর নিষ্প্রয়োজন, ক্ষেত্রবিশেষে অপ্রাসঙ্গিকও,

অন‍্য আরও বহুকিছুর কিংবা সামান‍্যের মতোই

প্রশান্তি, কর্মচাঞ্চল‍্য, সফলতা, একাকিত্ব, একাগ্রতা, সৃষ্টিশীলতা, দর্শন, বিশ্বাস কিংবা জীবনের আহবানও নয়

পাখির চোখ নিয়ে এই নাগরিক বিমর্ষতায় আর বিকর্ষতায় এক অনিবার্য পরাজয় মেনে নেয়ারই শেষ চেষ্টা মাত্র

কেউ নেই, কিছু নেই, ছিলও না কোনদিন,

নির্বোধ এক কঠোরতা ছাড়া

তবু বেঁচে থাকার বড় সাধ হয় 

এক প্রগাঢ় শূণ‍্যতাময় গভীরতায়,

অন্তত আরও কিছুদিন




Happiness : One

Let the flowers bloom for U

Let the birds sing

That's also for U

Feel the love

Feel complete 

Feel the magic

Its in the air

Evrery poet will write for U

I swear 

Feel U r the happiest on earth 

Who the else can be

My dearest soul in love?




Monday, February 22, 2021

হতাশ ভাবুক গিটার

যে গিটারে আর বাজেনা কোন সুর

সে গিটার আচ্ছন্ন থাকে হতাশায়

আর ভুলে যায় তার পরিচয়

হ‍্যাঙ্গারে ঝুলে ঝুলে রোজ রোজ

ভাবে বোধহয় কোন এক অতৃপ্ত যিশুর পরিণতি

সব ভাবনা নিষ্ফল হলে পরে 

গিটারও ভাবনায় ডুবে যায় জেনো

আমি আর গিটার শুয়ে থাকি তাই পাশাপাশি

সবকিছুই শেষ হয়

আমরা তা আচ্ছন্নতার মাঝেই মেনে নিই একসাথে

ভাবনারাও শেষ হয়

হবে নিশ্চয় একদিন 

আমরা শুয়ে শুয়ে দিন আর ঘন্টা গুনি অকারনেই

গুলিয়েও যায় হিসেব প্রায়শই 

কিছু অলস একাকীত্বের গান বেঁধেছিলাম দুজনে মিলে

আর কিছু গানে ছিল প্রকৃতির কথা

আমরা মনে মনে গুনগুন করে যাই মাঝেমধ‍্যে

অনেক দিন আরামে ঘুমোইনি দুজনেই

যিশুর চোখ বেয়ে রক্ত ঝরতে দেখেছিলাম আমরা 

একই সাথে তাও আবার

বহুদিন আগে কিছু প্রাচীন জটিল মনস্তাত্ত্বিক ঝংকারে মাতবো বলে আমরা ভোরে ভোরে ঘুম থেকে উঠতাম

সেই দিন আবছা হয়ে থাকে ধূসর ও ভারী হয়ে চেপে বসা মৃত‍্যুময় স্মৃতিময় পরাজয়ের ধোঁয়ায়

তারপরও নাগরিক কটু বিচ্ছিন্ন শব্দ যন্ত্রণায় আমাদের অলস বিবস বেঁচে থাকা

শুয়ে থাকা পাশাপাশি

দুজনের হৃদয়ও শুয়ে থাকে চোখে চোখ রেখে অপলক

শব্দহীন ধ্বনিহীন প্রশ্নগুলো 

উত্তরহীনও

জানি দুজনেই

জানতাম চিরকাল

নতুন ভোর যদি দেখতে পাই দুজনে একসাথে কোনদিন

সব প্রশ্নগুলো আর উত্তরগুলোর  অপ্রাসঙ্গিকতাকে অবজ্ঞা করে যাবো একজোট হয়ে

এমনটা ভাবতে আমাদের দুজনেরই খুব আনন্দ হয়

আর প্রাচীনতম ঝংকারে 

কিছু দুরন্ত সুর ও গান ঠিক বুনবো দেখো

বলে যায় হৃদয়ের আশাবাদী চোখেরা

পথের ধুলো আর উত্তপ্ত সূর্যের ঐকতানও ঠিক মিলে যাবে দেখো

অলস দরদি গানগুলোও পৌঁছে দেব আকাশের কানে

মন খারাপ কোরোনা ভাবুক গিটার

মাঝে মাঝে ডুবে যেতে হয় হতাশায়

ভুলে যেতে হয় পরিচয়





Saturday, February 20, 2021

ভাষা...

ভাষা...

আজ বলো আমায় জীবনের মানে

ভাষা...

তুমি বলতে পারো কি লেখা থাকে সূর্যাস্তের চোখে?

প্রিয় ভাষা...

তুমি আজ বলো সত‍্য ও মিথ‍্যের ফারাক

ভাষা...

তুমি জানো কোথায় মিলেমিশে যায় অসীম ও শূণ‍্যতা?

প্রিয়তম ভাষা...

আমাকে ছোটাও আমাকে ভাসাও আমাকে ওড়াও

মেঘেদের সাথে আজ মেঘেদের সাথে

ভাষা...

আজ আঘাত করো যতো পারো 

তবু থেকোনা চুপ

আমি নেবো আজ সমস্ত

ওইখানে এইখানে ওড়ে যতো পূর্বপুরুষের ধুলো

ভালোবাসায় ও পাপে ঘন

আমাকেও মেশাও তাদেরই সাথে

হায় ভাষা হায়...

আপত্তি নেই

বলো 

কারা গেছে প্রতিদিন অগোচরে

কারা রক্ত ঝরায় রাস্তায় ও ঘরে

আর কারা নেচে যায় জীবনকে ভালোবেসে অশরীরি ক্লান্তিতে

ভাষা... 

তুমি আজ 

পড়ো সব কবিতা

গেয়ে ওঠো সব গান

হতাশায় ডুবে থাকো ঘরে একা

ফুটপাতে বসে থাকো ভিখিরি হয়ে

হও ট্রাফিক সিগনালে অকারণ উন্মাদ

মাতা হও তুমি

পিতা হয়ে দাও বুকে ঠাঁই

ভাষা...

আজ কথা বলো প্রেমিকের মতো

আর দিগন্তে দিগন্তে শোনাও পোড়া দুচোখের আঁকুতি

ভাষা...

সন্তান হও কারো 

ডাকো বারবার 'মা' বলে, 'বাবা' বলে

হায় ভাষা হায়...

প্রিয়তম ভাষা...

বদলে দাও দিন

বদলে দাও চিন্তা

বদলে দাও এই মাটি থেকে ওই আকাশ

যতো ধুলো আজ কেঁদে যায় গ্লানিতে ও অপারগতায়

তাদের কানে কানে হও দৈবিক মন্ত্র 

আর বোলাও তোমার হাত প্রবল সব যন্ত্রণাময় ক্ষততে

শিয়রে বসো রাতভর

চেয়ে দেখো নিশ্চুপ শান্তির ঘুম

আর হও অপ্রতুল স্বপ্নের ঘোর

ভাষা...

তুমি সব বিছানায় হও বিদগ্ধ তাল ও সমতার সংগীত

প্রিয়তম ভাষা...

তুমি হও আজ সেই প্রিয়তম মানুষ!





Friday, February 19, 2021

Dopamine Dope

>  Someone or something is callin...Can   U hear that?

~ Yeah... U must go

>  I lost my wings

~ Silly U! Go to the airport n buy wings.

>  Why?

~ Coz U want to 

>  Why?

~ Coz U know something 

>  What?

~ Silly U... wasted... 

>  What!!!???

~ Love during the time of corona... Cares nothing... but love itself

>  R U crazy or an evil?

~  Dopamine Dope...


(> : Limit; ~ : Infinity)







Thursday, February 18, 2021

See, Life...

Hold Ur breath n hold the time 

Look at each dust particle around

They r as lonely as U r

Each brick in n each color on the skyscrapers are just constants of time

Time the lonely TinDrum...

Drags U to age

Drags U to death

Drags U on the top of the mountains

Drags U in the oceans

U can sit a while on a stone n hold ur breath n feel each moisture on ur eyelids

Then take a breath n see through the bounces...

 Isn't it Ur life U see ?

Notes

Whites r Seductives n Blacks r Addictives 

I wanna Play them All

Notes

Lift me UP n Throw me ABOVE

Notes

Let me be Seduced n let me be Addicted

Notes

Be my Everything

Dreamer

Swing Back n forth from side to side

Swing swing swing

Spin round n round float up n down

Spin spin spin

Dearest mine oh dearest mine

Though u never trusted that U r the ONE

(Ur fantasies r Ur fantasies to U)

Dearest mine oh dearest mine

(U lalalala U lalalala)


Twist left n right from right to left

Twist twist twist

Scrape deep n wide from in to out

Scrape Scrape scrape

Dearest pain oh dearest pain

I hv a soul but u hv an ego 

(A Big Fat Ego)

Dearest mine oh dearest mine

(U lalalala U lalalala)


But remember 

Its all I took  in me U never knew

(Only screw me screw me)

Its all I swallowed that U never cared 

(Only screw me screw me)

Its all I absorbed n never shared

(Only screw me screw me)


So remember

I m outright n I m absolute to be my all

(Enough to live like shit)

I hv wings see I can fly its by my all

(Fly fly fly)

I m from heaven n I can live with all my Sins

(Enough to be in Hell)

I go far I go Ruthless I m in a band of my own

(I m enough to FUCK myself)


I m a dreamer

I don't need peace

I don't  need hope

I don't  need love 

I don't  need care

I m a dreamer just to be MySelf


I m the Fire to Dust MySelf

I m the Bomb to Blust MySelf


I m the Dreamer to be MySelf

I m the Dreamer to be MySelf

I m the Dreamer to be MySelf 

I m Ur GIRL

If U want a HoneyBabe

I'll do everything for Ur pleasure

N if U want another kind of me

I'll be under da scissors for U

If U want a SoulMate

Hold my hand

Or if U want to leave me in tremble

Here I wait

I'm Ur GIRL !


If U want a Dancer

I'll move da bravest for U

If U want a Doctor

I'll heal every pain of U

If U want a Cheerleader

Throw me up

Or If U want to take me for a ride

Then knw U can

I'm Ur GIRL !


Ah, the lights too bright

The chains too tight

The world dont go to sleep

U'hv been running short some promises

That U made n could not keep

Ah but a man never got a woman back by begging on his knees

But if U crawl to my heart

I'll sing to Ur soul

I'll say I ♡ U

I'm Ur GIRL !


N if I got to sleep 

A moment on the road

U can steer me to home

N if U want to work the street alone

I'll disappear for U

If U want a mother for Ur child

Or only want to walk wid me for a while 

Across the sand

I'm Ur GIRL !


[Remaking of 'I'm Ur MAN' of Leonard Cohen]

Dehydration of Life

Can U smell some dehydration of life while every piece of my soul is drying out? 

While I ended up with another tough day n fail to smile my best can u see da color of my eyes hw grey they r ?

n hw much pale my ashamed cheeks r?


U rise up with all of ur fantastic thoughts

May be U love me blushed the most

May be U love my openness like nothing in this world


I travel my life through n through

I travel Ur love through n through


I cant stop

I cant stop


I feel ashamed

I feel small

I feel intense

I feel sick


I cant stop

I cant stop


Lets talk life

Lets talk love

Lets talk figures

Lets talk sex


Lets live through n through

Lets talk the most meaningless

Most stupid n most rubbish

Lets laugh the most beautiful

Most faded n most true

Lets hv sex the most awful

Most ridiculous n most real

Lets love through n through


U said 

We r all of our life

We r all of our fantasies

We r all of our feelings


Did U ?


While life n love are all about an unreasonable question mark can u imagine my face hw much glowing it is?

While days n nights are all about an unchangeable starving can u imagine my kisses hw much passionate they r?

N hw we can make love like angels frm heaven? 


Its upon U n ME

Its all about U n ME


R u still standing there?


Can We be just U n ME?

Can We be only ONE? 

BlindMan Faced to the Sun n his Woman

I see the BlindMan faced to the sun

Bright rays are shinning on his dark pupils

BlindMan, holding the hand of his Woman


Yellowish white hands

Soft like a dough

Delicate like a song

Warm like an autumn morning

Caring like a mother

The hands of the BlindMan's Woman


BlindMan, faced to the sun

BlindMan, holding the hand of his Woman


His hands are dark brown

Strong like a stone

Groovy like drumsticks

Heated like burning coals

Concious like a father

The hands of the BlindMan


It's better that he doesn't see the sun

Sun shines better in his veins

Veins flow better his love


"I see U hv changed as I love U to..."

The BlindMan says

"I hv become thin n U hv become too

I hv become woozy as U hv drained out to me"


"All we hv are our hands"

The BlindMan sighs


Its better dat the BlindMan doesn't see the sun


"Where hv all our babies gone?" His Woman asks

The Woman of the BlindMan

Its better her Man doesn't see the sun

She likes the way he senses her hairs are greying

N the way he senses the babies are growing


"I am going to make U some food" his Woman says

"Let me bring U somthing hot n healthy"

Its better her Man doesn't see the sun


I see the BlindMan faced to the setting sun

Evening shadows are disappearing his eyelids

A BlindMan holding the hand of his Woman


"Where hv all the babies gone?" Asks the BlindMan's Woman

The BlindMan senses "the babies are around.  Let them play."

Its better the BlindMan doesn't see the sun.


"Lets dine together" says the BlindMan to his Woman

"One for U one for me

Two for U two for me"


"Lets sleep together" says the BlindMan to his Woman

"Ur hairs smell like flowers

Ur skin feels like rose petals"


Its better the BlindMan doesn't see the sun

Sun shines better in his veins

Veins flow better his love




Wednesday, February 17, 2021

LOST : One

Sometimes the head feels like empty inside

Soul is too lost

But still U can see things

Hear words n noises

Even can talk without knowing a meaning 

Feel cold while a weather is changing its mode

But everything is so unjustified 

Past

Unjustified

Present

Unjustified 

Future 

Unjustified

Effort

Unjustified

Sacrifice 

Unjustified 

Work

Unjustified

Depression 

Unjustified

Hope

Unjustified

Existence

Unjustified 

Go make a coffee for Urself

Meaningless 

Go have a walk out around

Meaningless

Go have some small talk with a friend

Meaningless

Go for some stupid fancy shopping

Meaningless

What do U need?

Nothing

Who do U want?

None

Where will U go?

Nowhere

When will U be?

Never

How will U survive?

Not Sure

What do U wanna say?

No

No

No

No

No

No

No

No

No

No

No

No

No

No

No

No

STOP right there

All U can do is to look into Ur own eyes

Trust whats in it

An emptiness?

Believe in this EMPTINESS





Words : One

She was too worried

She grabbed my hands in her strong experienced hands

Looked into my eyes like she wanted to reconcile my brain cells through

Her voice was so restless though

She told me 

"Life is too short

Days will go by

Don't indulge complicated thaughts

Don't make a mess"

I told her too

"Yes, U r right

Life is too short

Days go by even without knowing 

We should think easy

We should not make a mess"

I came home 

repeating her words inside me 

all the way

N I tried to recall every little thing I crave the most




Sunday, February 14, 2021

❤ভালোবাসা দিবসের কবিতা❤

যে ভালোবাসা জাগায়

যে ভালোবাসা জাগিয়ে রাখে

যে ভালোবাসা বলে 'ঘুমিয়ে পড় এইবার'


যে ভালোবাসা হাসায়

যে ভালোবাসা কাঁদায়

যে ভালোবাসা বলে 'নিমগ্ন হও এইবার'


যে ভালোবাসা গান বাঁধে

যে ভালোবাসা গান গায়

যে ভালোবাসা বলে 'নেচে ওঠো এইবার'


যে ভালোবাসা আঘাত করে

যে ভালোবাসা দগ্ধ করে

যে ভালোবাসা বলে, অবহেলা জানা নেই তার 


যে ভালোবাসা কাছে টানে

যে ভালোবাসা দূরে দূরে সরে যায়

যে ভালোবাসা বলে 'ফিরে যাও এইবার'


যে ভালোবাসা বোঝে

যে ভালোবাসা অবুঝ

যে ভালোবাসা বলে 'তুমি যে আমার'


যে ভালোবাসা কথা বলে

যে ভালোবাসা বোবা

যে ভালোবাসা বয়ে আনে হৃদয়ের তার


যে ভালোবাসা দেখে

যে ভালোবাসা অন্ধ

যে ভালোবাসা মুখ থুবড়ে পড়ে বারবার


যে ভালোবাসা ছোটে

যে ভালোবাসা স্থানু

যে ভালোবাসা ঠিক করে সাত সমূদ্র পার


যে ভালোবাসা ছোঁয়

যে ভালোবাসা অস্পৃশ‍্য

যে ভালোবাসা রক্তাক্ত করে ভুল সময়ের ধার


যে ভালোবাসা ক্ষণিকের

যে ভালোবাসা চিরদিনের

যে ভালোবাসা বলে 'দেখা হবে ওইপার'


সে ভালোবাসা পবিত্র


পৃথিবীর সব সফল, ব‍্যর্থ, জাগ্রত ও মৃত প্রেমিকদের

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

তোমাদের গল্প পৌঁছে দেয় জেনো

বসন্ত বাতাস





এখনো বেঁচে আছি

এখনো আছি বেঁচে

এই নিঃশ্বাস এখনো তপ্ত

আর রক্তকণিকারা বিরামহীণ

মাথার ভেতর ক্ষুদ্রাতিক্ষুদ্র রসায়ন 

এখনো বেঁচে আছি

তা কারো ভালো লাগুক বা না লাগুক

এখনো বেঁচে আছি

তা কারো খারাপ লাগুক বা না লাগুক

এখনো বেঁচে আছি

হয়তো একটা শেষ বিন্দুতে এসে দাঁড়িয়ে আছি

তবুও

রঙধনু দেখছি মুগ্ধ হয়ে

মানুষের রঙধনু

পাখিদের রঙধনু

পশুদের, পোকাদের, মাছেদের

গাছেদের, পাতাদের, ফুলেদের

অতীতের, বর্তমানের, ভবিষ‍্যতের

দূরন্তের, স্থবিরের, দ্বিধাগ্রস্তের

নৃত‍্যের, সংগীতের, কবিতার

পাপীর, নিষ্পাপের, কাপুরুষের

আনন্দের, দূঃখের, আটপৌরের

ঘৃণার, ভালোবাসার, বিবসতার

দেখে যাচ্ছি

রঙধনু

কারন

এখনো বেঁচে আছি

তা বইতে পারি বা না পারি

এখনো বেঁচে আছি

তা সইতে পারি বা না পারি

হয়তো বা একটা শেষ বিন্দুতেই

ঘন কুয়াশায় যাচ্ছেনা কিছুই দেখা

পা বাড়ালেই গিরিখাদ কিংবা অনিশ্চিত পথ

সে যাই হোক, যন্ত্রণা অনিবার্য

তবু এ ই প্রকট সত‍্য

এখনো আছি বেঁচে

এই নিঃশ্বাস এখনো তপ্ত

আর রক্তকণিকারা বিরামহীণ

মাথার ভেতর ক্ষুদ্রাতিক্ষুদ্র রসায়ন

এখনো বেঁচে আছি

তা কারো ভালো লাগুক বা না লাগুক

এখনো বেঁচে আছি

তা কারো খারাপ লাগুক বা না লাগুক






Saturday, February 13, 2021

ওই ঝুমুর গানের দলটা

ওই ঝুমুর গানের দলটা

ওই ঝুমুর গানের দলটা

হেলে দুলে গিয়েছিল চলে

ওই সরু মাটির পথটাকে নাচিয়ে নাচিয়ে

পথের পাশে মাথা তুলে ছিল সবুজ নরম ঘাস

ওরাও হয়তো নাচছিল 

ঠিক ঠাওর করিনি তখন

একধারে দাঁড়িয়ে ছিলাম ছোট্ট আমি 

জানতাম না ওদের নাচের মতো হাঁটা

একটা কোলে ছিল ন‍্যাংটো ছেলে

হাত বাড়িয়ে সে বলেছিল কিছু

জানতাম না ওদের নাচের মতো ভাষা

শুধু ভেবেছি ঠিক একদিন 

ভিড়বো ওদেরই দলে

নাচবো আমি ওদের মতোই

বেঁচে থাকার কলে

বলবো কিছু অন‍্য ভাষায়

একটা গানের ছলে

বুঝবে না কেউ নাচের তালে গান

না নাচটা গানের তালে

দারুণ বলো?

তাতা ধিন তা | তা ধিন তা

যাচ্ছে দেখো হেলেদুলে

দেখতে পাচ্ছো?

ওই ঝুমুর গানের দলটা

ওই ঝুমুর গানের দলটা




Friday, February 12, 2021

স্কেচ : বাইশ

এই ইন্সট্রুমেন্টালটার ধুনটা একটু প্রাগৈতিহাসিক ধাঁচের। তাই না?


"হুম।"


কিছু ভাবছো তুমি?


"হুম।"


ও। তাহলে আমি বরং যাই এখন।


"হুম? না... না! যেওনা। বড্ড একা একা লাগে আজকাল। দেখো না সকাল, দুপুর, সন্ধ‍্যে, রাত সবই খুব গম্ভীর যেন। আর হিসেবও যায় হারিয়ে হারিয়ে। তুমি থাকো। আমি আর ভাববো না। কিছুই থাকে না এই দুহাতে। বুকটা খাঁ খাঁ। তুমি একবার আমার মাথায় হাত বুলিয়ে দিতে পারো কিছুক্ষণ? যদি ঘুমিয়ে পড়ি, তাও থেকো, চলে যেও না।"


মেয়ে, বড় অস্থির হয়ে আছো তুমি। এই সংগীত তোমায় শান্ত করতে পারলো না!?


"না। বরং যেন আমার ভেতরটাকে দুমড়ে মুচড়ে একটা অন্তহীণ শ‍্যূণ‍্যতায় দাঁড় করিয়ে দিল জানোতো!"


হায় মেয়ে! হায়! ওই বৃষ্টির শব্দ তোমায় শান্তির ঘুম পাড়াতে পারলো না!?


"না। বরং বার বার মনে করিয়ে দিল। বৃষ্টি নেই। বৃষ্টি নেই।  বৃষ্টি আসবে না কোন দিন। ভোর বেলা দূঃস্বপ্ন দেখে ঘুম ভাঙলো। মনে হলো কেউ নেই। কেউ নয়। ওই সূর্যও হয়তো মুখ ফিরিয়ে নেবে।"


হায় মেয়ে! হায়! তার স্বপ্নও পারলো না তোমায় আশা যোগাতে?


"না। সে তো সত‍্য হলো না কোনদিন। একটা মৃত আগ্নেয়গিরির ধারে আমি বসে থাকি। বিষাক্ত ঠান্ডা হাওয়া এখোনো ঘিরে আছে এখানটায়। শ্বাসনালি, শরীর, দুচোখ জ্বলে গেল ঠায় বসে থেকে থেকে। হেঁটে হেঁটে অনেক দূর যাবো ঠিক করেছি এবার।  পায়ের তলার চামড়া একটু শুকোক, তারপর।"


এতো যন্ত্রণা কিসের? হায় মেয়ে! হায়! নিজেকে পুড়িয়ে নিলে একটুও চোখের পলক না ফেলে! কেন? হায় মেয়ে! হায়!


"এক মুহূর্তে জীবনটা অযৌক্তিক হয়ে গেলো জানো! আঁজলা ভরে জল তুলে নিয়ে দেখি কোন জলাধারই নেই। পায়ের নিচে মাটি নেই। মাথার ওপর আকাশ নেই। কোন উদ‍্যান নেই। মরুভূমিও নেই। মাথার ভেতর স্বরগুলোও নেই। তুমি জানো সবাই কোথায় গেল? এই প্রবল 'আমি' কি শুধুই এক শূণ‍্যতার নাম? কোথায় গেলে? চলে গেলে? তুমিও? পরিচয় টা দিয়ে গেলে না... উত্তরও দিয়ে গেলে না...


https://soundcloud.app.goo.gl/AwMFt




Stay, If U Can

Never mind, I want U to stay with me

But know it 

U don't have to

Never mind, I kissed you in my dreams

And U were all mine

I got tired of my life

It has gone harder somehow 

I never counted on around 

Or put an effort to make it smooth

In a mess I build my own masterpiece

Never mind, I dragged U in 

U got tired of something?

N got pissed off of some drama?

Dream n drama r not Ur stuffs

I know

I beg Ur pardon

I live a life n I believe its true

In the theater of this universe 

I never had an option but to act off script

I fall, I fumble, I get wounds 

This endless acts only give scars

People n objects pass by 

Within an unchained choreography 

mysterious but synchronized in a way

U r always in between 

Dipped into, careless, minding Ur own affair

Never mind, I made U up everywhere

N pardon my stares n desires

I m not crazy

Not insane

In an abstruction I just carry on

Hope for a resurrection of my soul

Walk a long way to no where 

Stay with me by Ur soul

Walk beside me by Ur virtuality

When I get bored dance with me in the air

Tell a story of some ordinary Joe n ordinary Jane 

N join me while I can't stop an awkward laughter 

When I get tired sing me a lullaby

N watch me sleeping like a baby 

Stay

Only if U can

Monday, February 8, 2021

তথৈবচ

সে থাকে দ্বিধায়

সে দ্বন্দ্বেও থাকে

গোলাপ মুখ বাড়ায় সূর্যের দিকেই

সূর্যমুখীর আধফোটা জীবনও থাকে সূর্যের অপেক্ষায় 

সবাই জানে

যদি ছায়া হয়?

তা মন্দ কি?

স্নেক প্লান্ট আছে

আছে পিস লিলি

ওরা বাড়ে তরতর করে আর ব‍্যগ্রতায় শোধন করে যায় দূষিত বায়ু

গবেষণা তাই বলে

আলো হোক

ছায়া হোক

যখন যার সময়

যেখানে যার ঠাঁই

দ্বিধাও হোক

দ্বন্দও থাকুক

চোখের ভাসা মিলাক আকাশ জুড়ে

ও আকাশ তো সবার

ছোট্ট জীবন 

বেঁচে থাকা বড় সুন্দর তাই

নষ্ট নীড়, নষ্ট সময়ের খাঁজে খাঁজে

রঙের ঝড় তোলে শিল্পীর তুলি

বহুদূরে বেজে যায় সুরের মূর্ছনা 

ওরাও সবার

কোন প্রশ্ন করে ওদের আর একটুও বিরক্ত কোরো না

ওদের যেতে দাও

ওরা জানেনা কতক্ষণ ভাসতে পারবে 

কিংবা কতোদূর যেতে পারবে

তবুও


স্কেচ : একুশ

নিজে নিজে হেসেই চলেছো যে বড়? কি ব‍্যাপার?


"নাহ। তেমন কিছু না।"


কিছু একটা তো কান্ড ঘটিয়েছো মনে হচ্ছে। বলোতো ঠিক করে।


"আরেহ... ম‍্যালা বিরক্ত করো আজকাল। আমি আবার কি করবো? সে মাঝে মাঝে একটু সুড়সড়ি লাগলে কিছুক্ষণ বেদম হাসি পেয়ে যায়।"


সুড়সুড়ি!!! কে আবার সুড়সুড়ি দিল তোমায়?


"সবাই চেনে তাকে হুম। সময়।"


এতো বলি ডাক্তার দ‍েখাও... ডাক্তার দেখাও... কথাই শোন না। ঘরে বসে থেকে থেকে মাথাটা মনে হয় এবার ঠিকই বিগড়েছে তোমার। একটু বাইরে বেড়িয়ে এলেও তো পারো।


"ঘরে বসেই সব খবর রাখি, যা, যেটুকু প্রয়োজন। আর আজকাল বেড়াতেও তো যাই। নতুন চোখে, নতুন করে সব দেখবো বলে। কিন্তু..."


এর মধ‍্যে আবার কিন্তু কি? এ তো সবই ভালো কথা।


"ভালো খারাপ জানি না। জানোতো? ধারও ধারি না। শুধু নির্লিপ্ত চোখ রেখে যাই ধর্মের কলটার ওপর। হালকা বাতাস আসে। দমকা বাতাসও আসে। আসতেই থাকে। আসতেই থাকে। কে থামাবে? কার সাধ‍্য? কেউ কেউ বাঁচে হয়তো শুধু দেখে যাবে বলেই। মন্দ কি?"


কি যে বলো... মাথা মুন্ডু কিচ্ছুই বুঝি না।


"বুঝতে হবেও না। জেলে পাড়ায় যাবো। তুমি যাবে সাথে? মাছ আর শুটকীর ফিউশানাল দোমাছা ঝোলের ডেলিকেসি আছে ওদের। সে কতো ইতিহাসের আর দার্শনিক পালা বদলের সাক্ষী জানো? পৃথিবী পাল্টায় ওই জেলেদের রসুইঘর থেকেই কখনো কখনো। চলো ওদের হালের হাঁড়ির খবর জেনে আসি।"


https://youtu.be/K6GkeKs5ByI

https://youtu.be/7U2-g04mYbU





Thursday, February 4, 2021

পুতুল আছে পুতুল!!! পুতুল লাগবে পুতুল???

পুতুলওয়ালা: পুতুল আছে পুতুল!!! পুতুল লাগবে পুতুল??? ও খোকা বলো দেখি কেমন পুতুল চাই তোমার?


খোকা: এ বাবা!!! ছেলেরা আবার পুতুল খেলে না কি!!! যাও। বিরক্ত কোরোনা। আমার চাইনা।


মা: ওর কথা শুনো না। ও ভাই, দেখাও দেখি কি কি পুতুল আছে তোমার ঝুড়িতে।


পুতুলওয়ালা: কি নেই তাই বলুন ম‍্যাডাম? 

কালোকেশী, স্বর্ণকেশী, লালচুলো, এলোকেশী, পিগটেল, পনিটেল, বব

আছে সব

লম্বা, বেটে, মোটা, রোগা, কচি, বুড়ো, চোখে চশমা, ছটফটে

বলবেন শুধু মুখ ফুটে

দুধে আলতা, বরফ সাদা, বাদাম রঙ, লালমুখো, চকোলেট

সব আছে আপডেট


কিনে নিয়ে করুন ধন‍্য

সব এই খোকাদের জন‍্য

সব এই খোকাদের জন‍্য


খোকা: ওহ বাবা!!! এত্তোরকম পুতুল!!! দারুণ তো!!!


পুতুলওয়ালা: হ‍্যাঁ খোকা!

সব তোমাদের জন‍্য!

সব তোমাদের জন‍্য!


মা: ভাই এতো দেখার সময় নাই। লেটেস্ট কি আছে দেখাও। কিন্তু আগেই বলি, ছিমছাম পরিপাটি হতে হবে কিন্তু।


পুতুলওয়ালা: তা আপনার মন মতো দেখাবো? নাকি খোকার মন মতো?


মা: দেখাও তো ভাই। অতো প‍্যাঁচিও না। দুজনেই দেখে পছন্দ করবো।


পুতুলওয়ালা: দুটো পুতুল আছে লেটেস্ট ডিজাইনের। একেবারে আপডেটেড। এই দেখুন কেমন স্বর্ণকেশী। গায়ের রঙ দেখুন যেন স্নোহোয়াইট। যেমন চেয়েছেন, পরিপাটি সম্ভ্রান্ত পোশাক। চুলে বিনুনি। কানে হীরের দুল। গলায় হীরের হার। পায়ে ক্রিস্টালের জুতো। এমন বলডান্স করবে না সবাই ধন‍্য ধন‍্য করবে।


মা: বাহ কি স্নিগ্ধ!!!


পুতুলওয়ালা: এই দেখুন। এ হলো আরো লেটেস্ট। চকোলেটের শরীর। কালো মেঘের মতো এলানো চুল। চোখগুলো দেখুন যেন দূরের আকাশ চেয়ে আছে!


মা: তা বুঝলাম। তবে বড্ড কালো। আর এ কি পোশাকের ধরন! লজ্জা বলে কিছু নেই নাকি?


খোকা: ঠিক মা। আমার স্নো হোয়াইট চাই।


পুতুলওয়ালা: ও খোকা এর রঙ আর রকম সকম বুঝি তোমার ভাল লাগলো না? কিন্তু সব আগে জানো তো! এ যে সে পুতুল নয়। এ জানো কেমন গাইতে পারে? 

ব্লুজ, জ‍্যাজ, পপ, পপেরা, 

র‍্যাপ, হিপহপ, জীবনহারা

নাচতে পারে

ধ্রুপদ জানে

ফোক, ব্রেকডান্স

টোয়ার্ক জানে!

জানো কতো কতো লেখাপড়া?

পটর পটর কথা বলে

হাসতে হাসতে গড়িয়ে পড়ে

কোরো নাকো হাতছাড়া।


খোকা: ও বাবা!!! পারে এত্তো কিছু!!! 

মা আমার এই চোকোলেটি ই চাই। 

চাই চাই চাই!!!

কেনো তাড়াতাড়ি! 

ওকে নিয়ে যাবো বাড়ি!


মা: খোকা পাগলামি করিস না। বলছি আমি, পারবিনা তুই সামাল দিতে এক্কেবারে।


খোকা: না না না। 

ওকেই আমার চাই চাই চাই!!!

আগে বাড়ি তো নিয়ে যাই।

যদি ঝামেলা করে তো...

জানো তো। 

ভেবোনা একটুও। 

তুমি আমি একসাথে 

হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে গুড়িয়ে দেবো ওর হাত পা মাথা আর হৃদয় 

মাত্র এক মুহূর্তে।


https://youtu.be/ZyhrYis509A





Tuesday, February 2, 2021

পড়ে না মনে মুখ তোমার

পড়ে না মনে মুখ তোমার

পড়ে না মনে

ঝাপসা কিছু আলো ছায়া

মাথার গহীনে 


আজ বুকের ভেতরে ধু ধু

কাজ আর কাজ শুধু

হারিয়েছি তোমার ঠিকানা

কেমন আছো জানি না


কেমন ধুসর বলো তোমার বিকেলগুলো?

আমি ছাড়া কি বেঁচে আছো তুমি?

কেমন রঙিণ বলো ছাদের গোলাপগুলো?

আমি ছাড়া কি বেঁচে আছো তুমি?


বলো কেমন লাগছে তোমার

যখন আছি দূরে কোথাও?

বলো হাওয়া কি বলে যায়

এ বসন্তে মেঘের ছায়ায়?


আমার প্রাণের খুব কাছে

লুকায় যে অতীত

তোমার মনে কি তা নেড়ে দেয়

সততার ভীত?


আজ অসময়ে ঝড় ওঠে

বজ্রপাতে ঘোর কাটে

প্লাবনে পথ ভেসে যায়

সব স্মৃতি ধুয়ে যায়


কেমন অন্ধকার হলো তোমার আকাশ জুড়ে?

আমি ছাড়া কি বেঁচে আছো তুমি?

কেমন একা থাকো হাজারেরো ভীড়ে?

আমি ছাড়া কি বেঁচে আছো তুমি?


বলো কেমন লাগছে তোমার

যখন আছি অন‍্য কারো?

বলো কি সুর ধেয়ে যায়

ক্রান্তীয় দমকা হাওয়ায়?


(ঢাকা, ২০১৮)



ঘাটে নাই তরী

ঘাটে নাই তরী

বিদায় লগণে বুঝি

দেখা হলো না


শ‍্যামের বাঁশি ঘুমায়

শেষ গমনে মগনে

তার বাজা হলো না


যে সজল চোখ

অনাদরে শুকায়

প্রিয়র চরণে

নিবেদন হলো না


(ঢাকা, ২০১৪)






পথিক, একটু শুনবেন?

একটু শুনবেন?

হ‍্যাঁ হ‍্যাঁ আপনি

একটু আস্তে চলুন

একটু ভাবুন


আমার কিছু প্রশ্ন আছে

চলতি পথের পথিক

কোথায় উড়ে গেল শেষ পাখিটা?

কখন গাইলো শেষ গান?


আমার কিছু প্রশ্ন আছে

চলতি পথের পথিক

কখন ধুসর হলো শেষ বাগিচা?

কেমন উড়েছিল ছাই?



এই যে একবার শুনবেন?

হ‍্যাঁ ভাই আপনাকেই বলছি

একটু দাঁড়ান

একটু ভাবুন


আমার কিছু প্রশ্ন আছে

চলতি পথের পথিক

কাদের নিভে গেল শেষ বাতিটা?

কেমন নেমেছিল আঁধার?


আমার কিছু প্রশ্ন আছে

চলতি পথের পথিক

কোথায় থেমেছে সেই শেষ মিছিল?

কি ছিল শেষ শ্লোগান?


(ঢাকা, ২০১৪)





মৃত‍্যুর মিছিল

মৃত‍্যুর বছর চলছে, ছুটছে আরো আরো যত দূর চলা যায়

মৃত‍্যুর শহরগুলো ফিসফিসিয়ে কাঁদে হয়তো আজকাল ফ‍্যাসফ‍্যাসে ধরে আসা গলায়

মৃত‍্যুরা সহজ সাধারণ

মাথার ভেতর প্রেরণা যোগায় টিকে থাকার লড়াকু এক

তবু হয়তো একটা কোন মৃত‍্যু আঙুল উঁচিয়ে প্রশ্ন করে

"ভেবে দ‍্যাখো তো, তুমি বেঁচে আছো কিনা?"

শবযাত্রার উৎসবে আজকাল আড়ম্বর নেই

ট্রলকারীরা এতোদিনে ক্লান্ত হয়েছে কি না কে জানে?

খবর রাখিনা, শুনিও না আজকাল

মাঝে মাঝে মৃত‍্যুর খবর আসে মাইকের গা জ্বালানো শব্দ দূষণে

তাও স্বাভাবিক মনে হয়

অন‍্য সব শব্দ দূষণের মতোই

তবু একটা কোন মৃত‍্যু সরু চোখে যেন কটাক্ষই করে যায় প্রতিনিয়ত

"কি বুঝলে? বেঁচে আছো তো?"

কতকিছুই তো মরে যায়, মরে গেছেও

স্বপ্ন, মর্যাদা, সম্পর্ক, স্বাধিনতা, উচ্ছলতা...

কতো মুখ, কতো  কথা, কতো অবয়ব মরে যায়, মরে গেছেও মগজে

ভালোবাসা, সেও মরে যায় কতো সহজে

কিন্তু কোন শেষকৃত‍্য বা সমাধি জোটেনা তার

মৃত ভালোবাসা প্রেতাত্মা হয়ে হেঁটে বেড়ায়, নেচে বেড়ায় ঘরময়

করুন আঙুল হয়ে কেঁদে যায় তুলোর মতো চুলের আদরে

একটা মৃত‍্যু যেন বলে 

একটা মৃত‍্যু শুধু একটা মৃত‍্যু নয় সবসময়

একটা মৃত‍্যু যেন অনুসরণ করে বহু অদেখা মৃত‍্যুদের

আর একটা মৃত‍্যুকে যেন অনুসরন করছে

অসংখ্য মৃত‍্যুর মিছিল


Monday, February 1, 2021

স্কেচ : বিশ

দ্বন্দ্ব আছে মনে?


"না।"


যন্ত্রণা?


"আছে। কিন্তু খেদ নেই তাতে।"


এখন কি করবে?


"প্রতীক্ষা।"


কেন?


"কারন সে আসবে।"


যদি না আসে?


"তাও প্রতীক্ষা করবো।"


তাও!!! কেন?


"কারন তাকে আসতেই হবে। সে আসলে ঘুম ভাঙবে সব সকালবেলার, ভাবতে শিখবে রৌদ্রজ্জ্বল দুপুর, বিকেলগুলো অগুন্ঠ আনন্দে ছুটবে চারিদিকে আর সীমানাহীণ হবে রাতগুলো। সে আসবে সহজ চোখ নিয়ে, দ্বিধাহীণ। উপহার দেবে তার হাসির শব্দ আর অপাপবিদ্ধ যন্ত্রণা। কোন প্রশ্ন করবো না, শুধু উষ্ণ হৃদয় আর উষ্ণ শরীর হব তার পাশে।"


যদি সত‍্যিই না আসে? যদি আকাশ কুসুম হয়?


"প্রতীক্ষা করতে করতে ঘুমিয়ে পড়বো। তখন, তুমি তো জানোই, ওকে আসতেই হবে।"




English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...