কিছু শব্দের ভেতর বিদ্রুপের হাসি লুকিয়ে থাকে
কিছু নিস্তব্ধতার মাঝে লুকিয়ে থাকে ক্রোধ
কিছু নাচের ধুনে আমি প্রতিবাদ করতে শিখেছি
আর শিখেছি হেঁটে হেঁটে পা চলতে পথে পথে
অনেক হল সুধি দর্শক ও শ্রোতাদের কাতারে
হাততালি সিটি সবই বাজিয়েছি অক্লান্ত ঠায় বসে বসে অন্ধকারে
বাড়ি ফেরার সময় হলো
আমার নিজের বাড়ি...
No comments:
Post a Comment