নতুন দিনের কাছে নেই কোন প্রত্যাশা আর
একটা নতুন দিন এতো জীবনের আলোড়ন নিয়ে এলো
এই কি যথেষ্ট নয়?
বুকে একটা সূক্ষ্ম হাহাকার মনে করিয়ে দেয়
এমনি নতুন দিনেরাই বয়ে নিয়ে গেছে সময় আর কাছে টেনে আনছে সেই অন্তিম দিনটিকে
তা আনুক
এই নিদারুন অসহায়তার মাঝে
প্রিয় মানুষের মুখের মতোই সে চির কাঙ্ক্ষিত
No comments:
Post a Comment