একটু শুনবেন?
হ্যাঁ হ্যাঁ আপনি
একটু আস্তে চলুন
একটু ভাবুন
আমার কিছু প্রশ্ন আছে
চলতি পথের পথিক
কোথায় উড়ে গেল শেষ পাখিটা?
কখন গাইলো শেষ গান?
আমার কিছু প্রশ্ন আছে
চলতি পথের পথিক
কখন ধুসর হলো শেষ বাগিচা?
কেমন উড়েছিল ছাই?
এই যে একবার শুনবেন?
হ্যাঁ ভাই আপনাকেই বলছি
একটু দাঁড়ান
একটু ভাবুন
আমার কিছু প্রশ্ন আছে
চলতি পথের পথিক
কাদের নিভে গেল শেষ বাতিটা?
কেমন নেমেছিল আঁধার?
আমার কিছু প্রশ্ন আছে
চলতি পথের পথিক
কোথায় থেমেছে সেই শেষ মিছিল?
কি ছিল শেষ শ্লোগান?
(ঢাকা, ২০১৪)
No comments:
Post a Comment