পড়ে না মনে মুখ তোমার
পড়ে না মনে
ঝাপসা কিছু আলো ছায়া
মাথার গহীনে
আজ বুকের ভেতরে ধু ধু
কাজ আর কাজ শুধু
হারিয়েছি তোমার ঠিকানা
কেমন আছো জানি না
কেমন ধুসর বলো তোমার বিকেলগুলো?
আমি ছাড়া কি বেঁচে আছো তুমি?
কেমন রঙিণ বলো ছাদের গোলাপগুলো?
আমি ছাড়া কি বেঁচে আছো তুমি?
বলো কেমন লাগছে তোমার
যখন আছি দূরে কোথাও?
বলো হাওয়া কি বলে যায়
এ বসন্তে মেঘের ছায়ায়?
আমার প্রাণের খুব কাছে
লুকায় যে অতীত
তোমার মনে কি তা নেড়ে দেয়
সততার ভীত?
আজ অসময়ে ঝড় ওঠে
বজ্রপাতে ঘোর কাটে
প্লাবনে পথ ভেসে যায়
সব স্মৃতি ধুয়ে যায়
কেমন অন্ধকার হলো তোমার আকাশ জুড়ে?
আমি ছাড়া কি বেঁচে আছো তুমি?
কেমন একা থাকো হাজারেরো ভীড়ে?
আমি ছাড়া কি বেঁচে আছো তুমি?
বলো কেমন লাগছে তোমার
যখন আছি অন্য কারো?
বলো কি সুর ধেয়ে যায়
ক্রান্তীয় দমকা হাওয়ায়?
(ঢাকা, ২০১৮)
No comments:
Post a Comment