দ্বন্দ্ব আছে মনে?
"না।"
যন্ত্রণা?
"আছে। কিন্তু খেদ নেই তাতে।"
এখন কি করবে?
"প্রতীক্ষা।"
কেন?
"কারন সে আসবে।"
যদি না আসে?
"তাও প্রতীক্ষা করবো।"
তাও!!! কেন?
"কারন তাকে আসতেই হবে। সে আসলে ঘুম ভাঙবে সব সকালবেলার, ভাবতে শিখবে রৌদ্রজ্জ্বল দুপুর, বিকেলগুলো অগুন্ঠ আনন্দে ছুটবে চারিদিকে আর সীমানাহীণ হবে রাতগুলো। সে আসবে সহজ চোখ নিয়ে, দ্বিধাহীণ। উপহার দেবে তার হাসির শব্দ আর অপাপবিদ্ধ যন্ত্রণা। কোন প্রশ্ন করবো না, শুধু উষ্ণ হৃদয় আর উষ্ণ শরীর হব তার পাশে।"
যদি সত্যিই না আসে? যদি আকাশ কুসুম হয়?
"প্রতীক্ষা করতে করতে ঘুমিয়ে পড়বো। তখন, তুমি তো জানোই, ওকে আসতেই হবে।"

No comments:
Post a Comment