ওই ঝুমুর গানের দলটা
ওই ঝুমুর গানের দলটা
হেলে দুলে গিয়েছিল চলে
ওই সরু মাটির পথটাকে নাচিয়ে নাচিয়ে
পথের পাশে মাথা তুলে ছিল সবুজ নরম ঘাস
ওরাও হয়তো নাচছিল
ঠিক ঠাওর করিনি তখন
একধারে দাঁড়িয়ে ছিলাম ছোট্ট আমি
জানতাম না ওদের নাচের মতো হাঁটা
একটা কোলে ছিল ন্যাংটো ছেলে
হাত বাড়িয়ে সে বলেছিল কিছু
জানতাম না ওদের নাচের মতো ভাষা
শুধু ভেবেছি ঠিক একদিন
ভিড়বো ওদেরই দলে
নাচবো আমি ওদের মতোই
বেঁচে থাকার কলে
বলবো কিছু অন্য ভাষায়
একটা গানের ছলে
বুঝবে না কেউ নাচের তালে গান
না নাচটা গানের তালে
দারুণ বলো?
তাতা ধিন তা | তা ধিন তা
যাচ্ছে দেখো হেলেদুলে
দেখতে পাচ্ছো?
ওই ঝুমুর গানের দলটা
ওই ঝুমুর গানের দলটা
No comments:
Post a Comment