আমার বারান্দায় বসন্তের সৌরভ
আর বসন্তের সংগীত
প্রতিবন্ধকতাতেও নিরলস নতুন কুঁড়িদের সূর্য দেখার অভিলাস আমার মনকে শান্ত করে দিল
আর ম্লান করে দিল সব কদর্য স্মৃতিগুলোকেও
আমিও গুনগুনিয়ে উঠলাম কাছের দূরের অসংখ্য পাখিদের সাথে
নগ্ন পায়ে ঠান্ডা স্নিগ্ধ বাতাস এসে লাগতেই
সব গ্লানি যেন বিলুপ্ত হয়ে গেল
মনে হল সুপ্রভাত জানাই আজকেও
পাশে কেউ নেই তাতে কি?
যে মিষ্টি সকাল আমার প্রেরণা হলো
তাকে ভালো না বেসে কেউ থাকতেই পারে না
No comments:
Post a Comment