উদ্ভট মারীর দিনে
ক্ষয়ে ক্ষয়ে যাওয়া প্রাণশক্তি
আজকাল মগজের গহীনে
খুঁজে বেড়ায় প্রাগৈতিহাসিক অপাপবিদ্ধ ঘোর
শুনশান ঘরময় ধিনচাক নাচে ব্যস্ত হয়
বহুদিনের অনভ্যস্ত পদযুগল
আর যেন ফিরে পেতে চায় রংধনু ডানাদের পুরোনো আশ্বাস
একঘর ছাইয়ের স্তুপে
বর্ণিল আলোক ছটারা ঘুরে বেড়ায়
বাস্তব ক্ষুধামন্দায় পালকদের পূণঃজন্ম না মৃত্যু আবশ্যক তা জানার আগ্রহ নেই মোটেও
সবকিছু অবিচার্য করে তোলে অলৌকিক ঘোর
নাহ
পাগল উন্মাদ কিংবা বিকারগ্রস্ত প্রাণ নয় কোনো
বয়ে যাওয়া দিন রাত সময়
বস্তুনিষ্ঠ অর্থনীতি সমাজনীতি রাজনীতি সম্পর্কনীতি
বিদ্যমান থাকে প্রবল দাপটে
আর আছে শীতল ক্লান্তি ও নিস্তব্ধতা
এক চড়ে যদি ঘোর না কাটে
সাত চড়ে তো কাটবেই কাটবে
😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂
No comments:
Post a Comment