এখনো আছি বেঁচে
এই নিঃশ্বাস এখনো তপ্ত
আর রক্তকণিকারা বিরামহীণ
মাথার ভেতর ক্ষুদ্রাতিক্ষুদ্র রসায়ন
এখনো বেঁচে আছি
তা কারো ভালো লাগুক বা না লাগুক
এখনো বেঁচে আছি
তা কারো খারাপ লাগুক বা না লাগুক
এখনো বেঁচে আছি
হয়তো একটা শেষ বিন্দুতে এসে দাঁড়িয়ে আছি
তবুও
রঙধনু দেখছি মুগ্ধ হয়ে
মানুষের রঙধনু
পাখিদের রঙধনু
পশুদের, পোকাদের, মাছেদের
গাছেদের, পাতাদের, ফুলেদের
অতীতের, বর্তমানের, ভবিষ্যতের
দূরন্তের, স্থবিরের, দ্বিধাগ্রস্তের
নৃত্যের, সংগীতের, কবিতার
পাপীর, নিষ্পাপের, কাপুরুষের
আনন্দের, দূঃখের, আটপৌরের
ঘৃণার, ভালোবাসার, বিবসতার
দেখে যাচ্ছি
রঙধনু
কারন
এখনো বেঁচে আছি
তা বইতে পারি বা না পারি
এখনো বেঁচে আছি
তা সইতে পারি বা না পারি
হয়তো বা একটা শেষ বিন্দুতেই
ঘন কুয়াশায় যাচ্ছেনা কিছুই দেখা
পা বাড়ালেই গিরিখাদ কিংবা অনিশ্চিত পথ
সে যাই হোক, যন্ত্রণা অনিবার্য
তবু এ ই প্রকট সত্য
এখনো আছি বেঁচে
এই নিঃশ্বাস এখনো তপ্ত
আর রক্তকণিকারা বিরামহীণ
মাথার ভেতর ক্ষুদ্রাতিক্ষুদ্র রসায়ন
এখনো বেঁচে আছি
তা কারো ভালো লাগুক বা না লাগুক
এখনো বেঁচে আছি
তা কারো খারাপ লাগুক বা না লাগুক
No comments:
Post a Comment