যে ভালোবাসা জাগায়
যে ভালোবাসা জাগিয়ে রাখে
যে ভালোবাসা বলে 'ঘুমিয়ে পড় এইবার'
যে ভালোবাসা হাসায়
যে ভালোবাসা কাঁদায়
যে ভালোবাসা বলে 'নিমগ্ন হও এইবার'
যে ভালোবাসা গান বাঁধে
যে ভালোবাসা গান গায়
যে ভালোবাসা বলে 'নেচে ওঠো এইবার'
যে ভালোবাসা আঘাত করে
যে ভালোবাসা দগ্ধ করে
যে ভালোবাসা বলে, অবহেলা জানা নেই তার
যে ভালোবাসা কাছে টানে
যে ভালোবাসা দূরে দূরে সরে যায়
যে ভালোবাসা বলে 'ফিরে যাও এইবার'
যে ভালোবাসা বোঝে
যে ভালোবাসা অবুঝ
যে ভালোবাসা বলে 'তুমি যে আমার'
যে ভালোবাসা কথা বলে
যে ভালোবাসা বোবা
যে ভালোবাসা বয়ে আনে হৃদয়ের তার
যে ভালোবাসা দেখে
যে ভালোবাসা অন্ধ
যে ভালোবাসা মুখ থুবড়ে পড়ে বারবার
যে ভালোবাসা ছোটে
যে ভালোবাসা স্থানু
যে ভালোবাসা ঠিক করে সাত সমূদ্র পার
যে ভালোবাসা ছোঁয়
যে ভালোবাসা অস্পৃশ্য
যে ভালোবাসা রক্তাক্ত করে ভুল সময়ের ধার
যে ভালোবাসা ক্ষণিকের
যে ভালোবাসা চিরদিনের
যে ভালোবাসা বলে 'দেখা হবে ওইপার'
সে ভালোবাসা পবিত্র
পৃথিবীর সব সফল, ব্যর্থ, জাগ্রত ও মৃত প্রেমিকদের
ভালোবাসা দিবসের শুভেচ্ছা
তোমাদের গল্প পৌঁছে দেয় জেনো
বসন্ত বাতাস
❤
No comments:
Post a Comment