Thursday, February 4, 2021

পুতুল আছে পুতুল!!! পুতুল লাগবে পুতুল???

পুতুলওয়ালা: পুতুল আছে পুতুল!!! পুতুল লাগবে পুতুল??? ও খোকা বলো দেখি কেমন পুতুল চাই তোমার?


খোকা: এ বাবা!!! ছেলেরা আবার পুতুল খেলে না কি!!! যাও। বিরক্ত কোরোনা। আমার চাইনা।


মা: ওর কথা শুনো না। ও ভাই, দেখাও দেখি কি কি পুতুল আছে তোমার ঝুড়িতে।


পুতুলওয়ালা: কি নেই তাই বলুন ম‍্যাডাম? 

কালোকেশী, স্বর্ণকেশী, লালচুলো, এলোকেশী, পিগটেল, পনিটেল, বব

আছে সব

লম্বা, বেটে, মোটা, রোগা, কচি, বুড়ো, চোখে চশমা, ছটফটে

বলবেন শুধু মুখ ফুটে

দুধে আলতা, বরফ সাদা, বাদাম রঙ, লালমুখো, চকোলেট

সব আছে আপডেট


কিনে নিয়ে করুন ধন‍্য

সব এই খোকাদের জন‍্য

সব এই খোকাদের জন‍্য


খোকা: ওহ বাবা!!! এত্তোরকম পুতুল!!! দারুণ তো!!!


পুতুলওয়ালা: হ‍্যাঁ খোকা!

সব তোমাদের জন‍্য!

সব তোমাদের জন‍্য!


মা: ভাই এতো দেখার সময় নাই। লেটেস্ট কি আছে দেখাও। কিন্তু আগেই বলি, ছিমছাম পরিপাটি হতে হবে কিন্তু।


পুতুলওয়ালা: তা আপনার মন মতো দেখাবো? নাকি খোকার মন মতো?


মা: দেখাও তো ভাই। অতো প‍্যাঁচিও না। দুজনেই দেখে পছন্দ করবো।


পুতুলওয়ালা: দুটো পুতুল আছে লেটেস্ট ডিজাইনের। একেবারে আপডেটেড। এই দেখুন কেমন স্বর্ণকেশী। গায়ের রঙ দেখুন যেন স্নোহোয়াইট। যেমন চেয়েছেন, পরিপাটি সম্ভ্রান্ত পোশাক। চুলে বিনুনি। কানে হীরের দুল। গলায় হীরের হার। পায়ে ক্রিস্টালের জুতো। এমন বলডান্স করবে না সবাই ধন‍্য ধন‍্য করবে।


মা: বাহ কি স্নিগ্ধ!!!


পুতুলওয়ালা: এই দেখুন। এ হলো আরো লেটেস্ট। চকোলেটের শরীর। কালো মেঘের মতো এলানো চুল। চোখগুলো দেখুন যেন দূরের আকাশ চেয়ে আছে!


মা: তা বুঝলাম। তবে বড্ড কালো। আর এ কি পোশাকের ধরন! লজ্জা বলে কিছু নেই নাকি?


খোকা: ঠিক মা। আমার স্নো হোয়াইট চাই।


পুতুলওয়ালা: ও খোকা এর রঙ আর রকম সকম বুঝি তোমার ভাল লাগলো না? কিন্তু সব আগে জানো তো! এ যে সে পুতুল নয়। এ জানো কেমন গাইতে পারে? 

ব্লুজ, জ‍্যাজ, পপ, পপেরা, 

র‍্যাপ, হিপহপ, জীবনহারা

নাচতে পারে

ধ্রুপদ জানে

ফোক, ব্রেকডান্স

টোয়ার্ক জানে!

জানো কতো কতো লেখাপড়া?

পটর পটর কথা বলে

হাসতে হাসতে গড়িয়ে পড়ে

কোরো নাকো হাতছাড়া।


খোকা: ও বাবা!!! পারে এত্তো কিছু!!! 

মা আমার এই চোকোলেটি ই চাই। 

চাই চাই চাই!!!

কেনো তাড়াতাড়ি! 

ওকে নিয়ে যাবো বাড়ি!


মা: খোকা পাগলামি করিস না। বলছি আমি, পারবিনা তুই সামাল দিতে এক্কেবারে।


খোকা: না না না। 

ওকেই আমার চাই চাই চাই!!!

আগে বাড়ি তো নিয়ে যাই।

যদি ঝামেলা করে তো...

জানো তো। 

ভেবোনা একটুও। 

তুমি আমি একসাথে 

হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে গুড়িয়ে দেবো ওর হাত পা মাথা আর হৃদয় 

মাত্র এক মুহূর্তে।


https://youtu.be/ZyhrYis509A





No comments:

Post a Comment

English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...