Thursday, February 25, 2021

সুপ্রভাত : এক

যাকে তুমি ভালোবাসো সে তোমার হোক

তোমার হৃদয়ের রঙ থাকুক তার চোখে

তোমার চির সবুজ উষ্ণতা সে পাক

যত অবুঝ সুর ও সংগীত আর বিদগ্ধ শব্দ

ছুঁয়ে ছুঁয়ে দিক তাকে দিন রাত

তুমি যেন রাখো তাকে নিবিড় আলিঙ্গনে

আর মিলে মিশে যাক প্রবল নিঃশ্বাস একান্ত তোমাদের

পৃথিবী তোমাদের হোক।

No comments:

Post a Comment

English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...