যাকে তুমি ভালোবাসো সে তোমার হোক
তোমার হৃদয়ের রঙ থাকুক তার চোখে
তোমার চির সবুজ উষ্ণতা সে পাক
যত অবুঝ সুর ও সংগীত আর বিদগ্ধ শব্দ
ছুঁয়ে ছুঁয়ে দিক তাকে দিন রাত
তুমি যেন রাখো তাকে নিবিড় আলিঙ্গনে
আর মিলে মিশে যাক প্রবল নিঃশ্বাস একান্ত তোমাদের
পৃথিবী তোমাদের হোক।
No comments:
Post a Comment