Monday, November 29, 2021

কেড়ে নেয়া যাদের অভ‍্যাস ওরাই সাজে সবচেয়ে প্রিয়জন

ওরা কেড়ে নিতে চায় টাকাকড়ি বসতবাড়ি জমিজমা 

কিছু না হোক অন্তত সুন্দর জামাটা বা মুখরোচক খাবারদাবার

ওরা কেড়ে নিতে চায় যৌবন যৌণতা গ্ল‍্যামার আনন্দ উচ্ছাস সময় 

প্রিয় মানুষদেরও কেড়ে নিতে চায় ছক কষে

ক্ষমতা সম্মান স্বীকৃতি শ্রম মর্যদা অবস্থান 

সবকিছু কেড়ে নেবার পর যখন নিঃসহায় হবে তুমি

তখন কেড়ে নিতে চায় ওরা দুঃখ যন্ত্রণাটুকুও

ভেবোনা তুমি নিঃশ্বেস হয়ে ধুলোয় মিশে গেলেও থামবে ওরা

ওরা কেড়ে নিতে চাইবে তোমার মৃত‍্যুর পবিত্রতা

ওরা কেড়ে নিতে চাইবে তোমার বিষাদময় স্মৃতি 




Saturday, November 27, 2021

Timeline Beats : Two

Baby baby please take your foot off my chest

You'll be in trouble if I get cardiac arrest

I swear I can't breath at all this a way

I agree I am the reason of all your misery 

Though I don't know what wrong did I do

I m just eight not smart enough to spot a clue

Baby baby my skin is dark but see I m a kid

Baby baby I will make you a potrait with my drawing kit

Believe me I will draw you the most beautiful 

Believe me I m handy with crayons I have a handful

See grandma is scared n hyper when you go violent 

She is too old and fragile to rescue me this moment

See Baba is not in his mind he is going insane

He loves you beyond everything please dont bring a shame

He wants to rescue you more than me he is still alive

I dont mind he is on his knees to save your life

Baby baby U look the prettiest in this pink n blue

white jesmine it is I smell when I get close to you

I feel sad than scared watching your vicious face

When you laugh I wonder like I m around some crystal maze

Did you know the sparrows who come through the lights from ghulghuli?

Will you be happy if they decide to leave us finally?

All the birds in our lawn loves when I play there

Ask them I m not so naughty or bad U think forever 

They taught me a tune I m planning to put words on it

You will be proud I know when it will be complete

Baby baby please take your foot off my face

How I will sing a song full of magic n grace?

Did the black bee I put in a jar complained to you?

I m sorry I swear again this I will never do

Baby baby please take your hands off my hair

My sculp is soft it hurts though my skin is not fair

Are U angry coz I touched your clothes n lipstick?

I wished to be looked like you gorgeous n   chic

Baby baby put those sticks n belts away they r horrific 

Did U go insane coz brother says I m a trouble freak?

I was just trying the new game on our desktop

Baba told us remember It belongs to us when he baught

I dont mind when you love n care him more breakfree

I dont mind when you dont recognize when he is mean to me

Baby baby its cold colder than the ice

Baby baby I know everything is a luxury for me n high price

Baby baby did you fail to notice the blue star fall away

Baby baby give me your updates for you  I will pray

Baby baby dont leave me I m okay I will stay in root

Baby baby dont worry I will never name you on my suicide note





Timeline Beats : One

I had plans but I woke up tired n sad

They said everything is not as I think

N everything is not all so bad

Now a days I feel allergic

Nah I dont go some dramatic

Only when the tiny birds sit on my grills

They try their best to cheer me with thrills

May be they r getting homeless soon

Like me they will get tired too

Simply its just the matter of time

At the end everyone is victim of someone's crime

They say its even better to be late

How could they know

In my memories fro

My own mom gave me the eyes of hate

Every night I got hit by those abuse

In my dreams I still walk in my old shoes

Every morn I wake up like the loneliest

Life is a lab with this neverending pain test

I need to cuddle but he had to go

I dont demand I was just feeling low

I took my boyfriend as my husband long time ago

I hav waited for him every second n every moment though

On the next day he told me that I m not beautiful 

He reminded me so n treated my like I m hopeless n fool

He betrayed my feelings or never he did understood 

It seems alright as long as we see smokes fly from a fresh food

Our house is clean still n nothing has got yet smelly

Every object is on its place n we have made no mess really 

Only my psych gone messed up n smashed up with awkward thoughts 

My so called friends n family think I m so needy n literally gross

We never talked we never faught coz he doesn't like it

Its simple yeah

So I talk to myself n I fight with myself like forever to end it

My profiles r full of decorations n febrications of beautiful face ups

I weave impressions superstitions n stories with careful lace ups

Left my job of an analyst coz I needed some proof 

Life rocked me n crooked me n my dreams got eventually mop off

My senses dont work on anymore with hot caffeine 

Stretched n stressed out off a beat in a sea I failed to define 

Let go all the philosophies n all words divine 

Every breath lost its dignity n sanity on a fineline

Now a days I dont feel desire or thirst or hunger

Any reaction any string any lust or any anger

I can't leave I got trapped out there is strong alibi

My life is small n so do my feelings n all absolutely  thereby

I had plans but I woke up tired n sad

They said everything is not as I think

N everything is not all so bad



ক্লান্ত

বড় ক্লান্ত

এ ক্লান্তির শেষ কোথায়?

Friday, November 26, 2021

অলোক বিচ্ছেদময়তার দিনে

এক অমোঘ ঈশ্বরহীনতায় বেঁচে থাকি

সময়ের করুণতম অভিশাপ নিয়ে 

যে ঈশ্বর থাকে তোমার হৃদয়ে

সে জানেনা করুণা কাকে বলে

তুমি আর তোমার ঈশ্বর

দুজন বিপরীতমুখী প্রজ্ঞা

ওই হৃদয়টিকে ছিঁড়েখুঁড়ে কি পেলে দুজনেই?

এক নিগুঢ় ঈশ্বরহীনতায় বেঁচে থাকি

এই হৃদয়ে ভার নয় ক্ষয় নয় মৃত‍্যু নয়

অদ্ভুত অভিশপ্ত প্রেম জেগে থাকে শুধু

তোমারই জন‍্য






বেশ‍্যাদের গান : তিন

প্রথমে ওই শরীর চাই

তারপর ওই শরীর চাই

তারপরও ওই শরীর চাই

শেষ পর্যন্ত ওই শরীর চাই

ওই হৃদয়ের ছায়া রেখে চলে যেও না


আমার ঘুম আসেনা না না ঘুম আসেনা

দুঃস্বপ্ন ভীড় করে আসে রাত দিন 

বলে কেউ নেই আমার নাহ কেউ নেই আমার

তুমি ঘুমিয়ে পড়ো

তুমি মুখ ফিরিয়ে নাও

তুমি দূরে চলে যাও

সুবোধ মেয়েটির কাছে চলে যাও

নিষ্পাপ মেয়েটির কাছে চলে যাও

এই নরম বিছানায় আমি প্রেতাত্মা হয়ে জেগে থাকি


প্রথমে ওই শরীর চাই

তারপর ওই শরীর চাই

তারপরও ওই শরীর চাই

শেষ পর্যন্ত ওই শরীর চাই

ওই হৃদয়ের ছায়া রেখে চলে যেও না


দেয়ালে আর মেঝেতে আমাদের হৃদয়ের ছায়ারা

শিৎকার করে ঘাম ঝরায় রাতভর

নতুন মেয়েটিকে দেখতে কেমন আমি ভাবি

ওর চোখে কি আগুন?

ওর বুকে কি ক্ষত?

ওর পায়ে কি শেকল?

কেমন সুগন্ধে ভরে থাকো তোমরা?

কেমন রঙ তোমাদের বাতিগুলোর?

গেয়ে কি শুনিয়েছো ওকেও প্রিয় গানগুলো?


প্রথমে ওই শরীর চাই

তারপর ওই শরীর চাই

তারপরও ওই শরীর চাই

শেষ পর্যন্ত ওই শরীর চাই

ওই হৃদয়ের ছায়া রেখে চলে যেও না


ক্ষিদে পায়না আজকাল বমি পায়

শুয়ে থাকি অপলক বাসি বিছানায়

স্নানঘরে বিমর্ষ জলের ধারায় তোমার নিঃশ্বাস

মেঝেতে বসে যেন তুমি

করিডোরে দাঁড়িয়ে তুমি

বিছানায় শুয়ে যেন তুমি

ঝকঝকে হাসির শব্দে চমকে উঠি আমি

প্রিয়তম নাম ধরে ডেকে ডেকে ওঠো তুমি

এই ত্বকে ছড়ায় রুক্ষ আঙুল আর গাঢ় গন্ধ তোমার 


প্রথমে ওই শরীর চাই

তারপর ওই শরীর চাই

তারপরও ওই শরীর চাই

শেষ পর্যন্ত ওই শরীর চাই

ওই হৃদয়ের ছায়া রেখে চলে যেও না




Wednesday, November 24, 2021

When we used to wander like strangers

When we used to go up the hills to see the falls

We offerd our spines to nature for some actions n fun

We took the slide down on the rocks with the strangers

N the strangers gave us hands when we slipped 

The streams never carried any bouble of gold

They ran down to meet the people n the sea

Someone once took me to a river called Shankha

The water was like cristal liquor over the sands like jewels 

Black bright boys  invited me to play on shore full of sun 

Still I wonder how could they gave such white wide smiles

Remember we took the boats with bamboo sheds

When I hung my head from the end my hairs started to swim

Grasses looked greener as well as the trees

We trusted everything we saw n every little breeze 

There was a bird we saw was a Harichacha the boatman said

Lonely n avoiding it was but still watching us from a distance 

We were happy for everything we had but of everything 

As the falls go sharp n then slow down n start mingling

Here the streams never carry any bouble of gold

They run down only to meet the people n the sea




Tuesday, November 23, 2021

বেশ‍্যাদের গান : দুই

খুঁজে দাও নীল শাড়িটা

মেঘ করেছে খুব

বৃষ্টিতে ভিজবো একটু

সে ফিরবে না তা জানি

তবু খুঁজে দাও নীল শাড়িটা


পিঠে বল পড়বার আগে তো বুঝতেই পারিনি আমি ছিলাম এক দুধভাত ওই সাতচাড়া খেলায়

আর তুমি চোখে আঙুল দিয়ে না দেখালে জানতামই না এ হলো এক বড়দের হৃদয় ও শরীরের খেলাই

দুধভাতই থেকে যাই কিছু এসে যায়না থাকি মাঠে বা মাঠের বাইরে

চাড়াগুলো যতোই গুছিয়ে রাখি একের ওপর আরেকটা 

যেমন পরিপাটি সাজিয়ে রাখি ঘরদুয়ার

রান্নাঘরে পদের পাশে পদ

ভালোবেসে শব্দের পরে শব্দ

বিছানায় নিঃশ্বাসের ওপর নিঃশ্বাস


খুঁজে দাও নীল শাড়িটা

মেঘ করেছে খুব

বৃষ্টিতে ভিজবো একটু

সে ফিরবেনা তা জানি

তবু খুঁজে দাও নীল শাড়িটা


বিদ‍্যুতের তারে পাতিকাকটা ঝুলছিল কয়েকদিন

কেউ নামায়নি আমিও ভুলেছি নানান কাজে

তারপর উধাও দেখি একদিন ঠিক এই স্বত্বার মতো

অন্ধকার গলিতে প্রেমিকদের ঘর আমি ভয় পাইনি একটুও

শুধু জ্বরের ঘোরে অথবা ঘুমের বা নেশার ঘোরেই ডেকেছি ভুল নামে

কিছু এসে যায়না তাতে নাহ সত‍্যিই কিছু এসে যায়না

দুদিন দুবছর বা দুঘন্টার প্রেমিক যারা হয় তারা ক্ষমাশীল

যেমন ক্ষমা করে দেয় বিধিবদ্ধ প্রতিবেশ

দেয়ালে চিৎকারের পর চিৎকার

মগজে অন্ধকারের ভেতর অন্ধকার

স্নানঘরে জলের সাথে জল


খুঁজে দাও নীল শাড়িটা

মেঘ করেছে খুব

বৃষ্টিতে ভিজবো একটু

সে ফিরবেনা তা জানি

তবু খুঁজে দাও নীল শাড়িটা


ওরা কেউ কথা বলে ফিসফিসিয়ে কেউ তাকায় আড়চোখে আবার কেউ হাঁক ছেড়ে মারতে আসে

আঁচড়ে কামড়ে দাঁত আর নখের রক্ত চেটে খায় জিভ দিয়ে

উন্মত্ত চাঁটিতে নিতম্ব লাল নীল কালো বা রংধনু যাই হোক ওদের ভালোই লাগে

আর ভালোই লাগে বয়স হোক তেরো বা তেত্রিশ 

দেহগুলো ফ‍্যান থেকে ঝুলুক বা ঝরনা থেকে

গলাতে ফাঁসটা থাকে ঠিকঠাক

যেমন ঠিক নিয়মে চলতে থাকে সময় টিকটিক টিকটিক

আদালতে তারিখের পর তারিখ

মাজারে চাদরের ওপর চাদর

বদ্ধভুমিতে শরীরের নিচে শরীর


খুঁজে দাও নীল শাড়িটা

মেঘ করেছে খুব

বৃষ্টিতে ভিজবো একটু

সে ফিরবেনা তা জানি

তবু খুঁজে দাও নীল শাড়িটা






Monday, November 22, 2021

বেশ‍্যাদের গান : এক

নাচো লক্ষীসোনা আমার

হাত রাখো কোমরে 

নাচো যেমন নাচে

আমার প্রজাপতিরা


আমরা খুঁড়েছি কবর একসাথে আর গেঁড়ে দিয়েছি আমাকে তোমাকে

যেখানে সব কিছু শুরু হয় আর সবকিছু স্থির থাকে

শুয়োরের বাচ্চারা খেতে থাকে আমাদের সমস্ত আর ঢুকে পড়ে গর্তে

তুমি আমি আর নই মুছে গেছি চোদা মারা সব সামাজিক শর্তে

বিশ্বাস করো সব নগ্ন পাগলদের চাইতেও নগ্ন আমরা

আর সব চরিত্রহীনদের চাইতেও চরিত্রহীন

চোখে বিষাক্ত সন্দেেহ আর অপ্রেমের পাপ নিয়ে

পাথর ছুুঁড়তে থাকে যারা তারা বলে তারা নাকি সবচেয়ে কাছের মানুষ 

অচেনা সঙ্গীতেরা বাজতে থাকলে ওরা কুৎসিত অঙ্গভঙ্গি করে নাচে

অবাক হইনা কারন সব সঙ্গীতই ওদের অচেনা

ওদের জিভ লকলকে আর ওদের কমোডে মোগলাই হাগা

ওদের পরিচয়চিত্র লালা ঝরানো আর সোনা দিয়ে মোড়ানো

পকেট থেকে টাকা বের করে ওরা কুমিরের মতো তারপর ছুঁড়ে দেয় ভিখিরিদের 

ওরা লাফায় তড়পায় ভড়কায় যেখানে কবর দিয়েছি আমরা আমাদের


নাচো লক্ষীসোনা আমার

হাত রাখো কোমরে 

নাচো যেমন নাচে

আমার প্রজাপতিরা


কখনো বলোনি তো মিথ‍্যে করেও প্রিয়তম কিংবা সুন্দরতম

তোমার হৃদয় ছেড়ে গেছে আমাকে ওই সুন্দর  আকর্ষনীয় শরীরের সাথে

একাই যুদ্ধ করে করে আমার মুখজুড়ে স্তনজুড়ে ক্ষত আর রক্তের দাগ

উলঙ্গ রাত আর উলঙ্গতর দিন সূর্যের আলোতে আসে যায়

সবাই ক্লান্ত হয়েছে আমি স্থির হয়ে থাকি বিছানায়

সনাতনী কমিক চলতে থাকে সাথে আযান আর সুরা

লজ্জা দিতে না পারলে জানো তো নেবার থাকে না আর কিছুই

বাসস্টপেজে যুদ্ধরত গৃহগামী আমিও একজন পাদানি খুঁজে না পাওয়া পা

কামুক রিকশাওয়ালা বাস কনডাকটর ভিখিরি পাগল খারাপ কিসে?

বিশ্ববিদ্যালয় শিক্ষক, নেতা কিংবা নিয়ন্ত্রক প্রত‍্যেকেই ডেকেছে ওদের নির্জন ঘরে

তারপর ক্ষেপে গিয়ে খুলে নিয়েছে আমার সাজসজ্জা আর হাসতে হাসতে ক্লান্ত হয়েছে

তারপর মাটি থেকে ক্রমশ উপরে খুঁজে খুঁজেও ক্লান্ত হয়েছে

ওরা জানতোনা পুঁতে দিয়েছি নিজেই নিজেকে অনেক আগে মাটির নিচে

নোংরা দূর্গন্ধ জামা পরে হেঁটে যাই যখন ফুটপাত ধরে বীরের মতো

আমার হাতে থাকে একগুচ্ছ গোলাপ আর হাতুড়ি আর পঁচাগলা অনুভুতিরা



নাচো লক্ষীসোনা আমার

হাত রাখো কোমরে 

নাচো যেমন নাচে

আমার প্রজাপতিরা


কৃষ্ণচূড়া আর জারুলের দিন শেষ হলে

ছাতনা ফুলের গন্ধ‍ে কামার্ত বিকেল ও সন্ধ‍্যা নামে

স্মৃতিময় শহরের অলিগলিতে বলা না বলা কথাদের আত্মচিৎকার

কোমল নরম চামড়া ও অনুভুতিগুলো রাস্তায় বিছিয়ে দিয়েছে জ্ঞানী সময়

ভারি চাকাদের নিচেই ওদের জায়গা হবার কথা ছিল

পকেটে টাকা না থাকলে চুতমারানিকে চুতমারানিই বলতে হয়

ছাতনা গাছগুলো কেটে তাই সবাই লাগায় টাকার গাছ

শ্রমিকরা মাইলের পর মাইল হেঁটে যায় আর যেতে থাকে আর যেতে থাকবে

ওদের গ্রস্ত হাতে কোন মাথা থাকেনা আর চোখে থাকেনা কোন জীবনবোধ

কৃত্রিম বুদ্ধিসম্পন্ন যন্ত্র ও অনুভুতিপ্রবন পোষ‍্যরা তাই প্রিয়তম অবলম্বন ও অনুষঙ্গ

তবু থেমোনা জন্ম দিয়ে যাও চির জারজ শিশুদের যাতে ওরা মানুষ হয় আর কবর খুঁড়তে পারে

এই প্রবল মুত্রবর্ষনে শিল্প আর ফলেনা জমিতে কিংবা এই মাথায়

বেশ‍্যাবৃত্তি ছাড়া লোকালয়ে আর কিছু অবশিষ্ট থাকেনা কারো কাছেই 

যখন কেউ থাকেনা তখন ঈশ্বরও এসে চুদে দিয়ে যায়

আকাশ থেকে পড়তে পারো শুনে কিন্তু তখনই তো মহাকাব‍্য রচিত হয়


নাচো লক্ষীসোনা আমার

হাত রাখো কোমরে 

নাচো যেমন নাচে

আমার প্রজাপতিরা






Sunday, November 21, 2021

চারদিকে শুধু খাবারের দোকান। ঘরে ঘরে পথে পথে শুধু খাবারের দোকান। দামী অদামী নামী অনামী দক্ষ অদক্ষ বাহারি খাবারের দোকান। দেশি বিদেশী রঙিন অরঙিন স্বাস্থ‍্যকর অস্বাস্থ‍্যকর বাহারি সব খাবারের পশরা শুধু। সতেরো কোটি মুখ হাঁ করা মানুষ। তাদের পেটভরা খিদে। চোখ ভরা খিদে। বংশানুতে খিদে। দিন রাত যে যত পারছে গিলছে। গিলতে পারলেই শান্তি। চর্বচোষ‍্য গিলতে পারা মানেই এখানে ভালো থাকা আনন্দে থাকা উন্নত থাকা। এই খাবারের স্তুপের ভেতর দম বন্ধ হয়ে আসে আমার। ইচ্ছে করে নাড়িভুড়িও উগলে দিই।

যেন রুপকথার গল্প থেকে উঠে আসে কিছু চরিত্র

প্রবল বাস্তবে

রুপকথার মতোই সংগ্রাম করে যায়

কিন্তু অবশেষে সুখ ও শান্তি মেলে না

সংগ্রামই করে যেতে থাকে 

যেতেই থাকে

নিঃশেষ ও হয়ে যায় এক সময়

মিশে যায় বাস্তব জল মাটি হাওয়াতে

গল্পটা শুধু শেষ হয়েও হয় নাকো শেষ

মাগো

কিছু দায় তুমি নাও

আর কিছু আমি

বেঁচে থাকা তো হলো না আমাদের একসাথে

সুন্দর নকশা তোলা জামাগুলো

মলিন হয়ে হারিয়েও গেল একে একে

কবিতা আর গানের খাতায় ভর করে যেমন আনন্দ আর দূঃখরাও

ওই চোখের অবুঝ দৃষ্টি আঁটকে গেল ছবিতে

বেঁচে রইলো বিশ্বাসের মুখোশে শুধুই অবিশ্বাস


মাগো

কিছু দায় তুমি নাও

আর কিছু আমি

বেঁচে থাকা তো হলো না আমাদের একসাথে

একসাথে নাহয় মরেই যাবো দুজন 

মরমে

মরে যাওয়া খারাপ তো কিছু নয়

আমরা দুজনেই তা জানি

বারবার গলা টিপে মেরে ফেলি

আমি তোমাকে আর তুমি আমাকে

মেরে ফেলাও খারাপ কিছু নয়

আমরা দুজনেই তা জানি

এই অথর্ব সময় মৃত‍্যু ছাড়া আর কিই বা দিত আমাদের?

আমি তো শুধু চেয়েছিলাম 

কিছু কথা বলবো তোমায় একান্তে

সত‍্যি যা কিছু জিইয়ে রেখেছিলাম 

দিনান্তে

হতে তো চাইনি কোন একঘেয়ে কবি

বিরক্তিকর

কিন্তু তোমার অবহেলায় 

শব্দগুলোর খুব অভিমান হলো 

বেড়াল যদি শিকারী না হতো

সে এতো মনোযোগ আর আদর থোড়াই পেত

ওর মুখে রক্তাক্ত পাখিটিকে দেখে জ্ঞান হারিয়ে ফেলতেই পারো

কিন্তু একটু পরে ঠিকই বলবে

ও লে লে লে আ লে লে লে

প্রশ্ন করে করে যারা মাথা খারাপ করে দেয়

আমি তাদেরই দলে

ছিলাম

এখন উত্তর খুঁজতে খুঁজতে হারিয়ে যাই

পশুর মতো কামুক হইও না

পাখির মতো মুক্ত হইও না

সাপের মতো ফোঁস কইরো না

মাছের মতো নিবিড় হইও না

গাছের মতো ধ‍্যানী হইও না

অণুজীবের মতো জ্ঞাণী হইও না

ষড়যন্ত্রে সিদ্ধিলাভ করো

মানুষ হও

সে ভয় পেয়েছিল

প্রবল ভালোবাসায়

প্রগাঢ় ঘৃণায়

প্রচণ্ড সঙ্গমে

ভ্রমক্লিষ্ট পৃথিবীতে 

জানিনা

সে ছিল কিসের আশায়


আমি বললাম 

ছুঁড়ে দাও তো আমাকে শূণ‍্যে

তারপর লুফে নিও

কিন্তু তুমি কোলে চেপে বসলে

তোমার নিষ্পাপ চোখ দেখে

আমি ভুলে গেলাম

পর্বত চড়তে যাবো

আকাশ থেকে ঝাঁপাবো

Friday, November 19, 2021

আমিও বদলে গেছি অনেক

আগের মতো আর বিশ্বাস নেই মানুষের প্রতি

দেয়ালের দিকে তাকিয়ে থাকতে থাকতে

পাল্টে গেছে চোখের রঙ

ছবিতে নিজের মুখটা খুব অচেনা মনে হয়

চুপ করে থাকতে থাকতে 

কেমন যেন কথা বলতেই ভুলে গেছি

রাতদিন ভাবতে ভাবতে শেষ পর্যন্ত ভাবুকই হয়ে গেছি হয়তো

আজ যখন গ্রহণ লাগলো চাঁদে 

দেখতে যাইনি আর

দীর্ঘ‍্যতম গ্রহণ নাকি লেগেছিল 

এই নাছোড় জীবনের মতোই সবকিছু যেন

নিজের মুখটা অবাক হয়ে দেখি প্রতিদিন

নিজের ভেতরটাই ভেসে ওঠে ঠিক যেন

তোমার মুখটাও মনে পড়ে

কেন যে আজও ভুলে যাইনি কে জানে

আমাদের ভুল সময়ে ভুল জায়গায় দেখা হয়েছিল

তাও তো হয়েছিল দেখা

কে কাকে কতোটা চিনে নিতে পেরেছি তা নিয়ে ভাববার কিছু নেই

কোন কিছু নিয়েই আসলে ভাববার কিছু নেই

কেন যে এতো অভিমান স্তুপ হয়ে থাকে তবু

কি করে যে বলি...

বহুদিন বহু বছর হলো ডানে বামে আর তাকাই না

একটা অদ্ভুত ঘোরে দেখি সামনের আলো ও অন্ধকার

প্রস্তুতি নিচ্ছি এবার একদম কোমর বেঁধে

সবকিছু ভুলে যাবার প্রস্তুতি


Thursday, November 18, 2021

দেয়ালে দুটো টিকটিকি উত্তাল সঙ্গমে ব‍্যস্ত

চেয়ারের ওপর ফ‍্যানটা ঘুরছে জোরে 

সেইসাথে ছায়াগুলোকেও ঘোরাচ্ছে

ছাদটা নামতে নামতে আমার মাথায় এসে ঠেকে গেল

আমি ভয়ে বসে পড়লাম 

চিৎকারও করলাম

টিকটিকিগুলো কাঁপতে কাঁপতে ছুটলো

আমিও হামাগুঁড়ি দিয়ে অন‍্য ঘরে যেতে লাগলাম

আকন্ঠ মদ‍্যপান করে টলতে টলতে সে হাঁটতে শুরু করলো। রাত গভীর হতে শুরু করেছে মাত্র কিন্তু রাস্তা প্রায় ফাঁকাই। রাস্তার দুটো কুকুর একই তালে চলতে শুরু করলো ওর পাশে পাশে। হুশ করে বেরিয়ে গেল কয়েকটা দ্রুতগামী গাড়ি একটা পিকাপও। আড্ডায় ব‍্যস্ত তিনজন ছোকরা পুলিশ দেখেও দেখলো না। তাই নিশ্চিন্তে চলতে চলতে সে পৌঁছে গেল একদম মাঠের কোনায় অশত্থ গাছটার কাছে। লম্বা একটা শ্বাস নিতে চাইলো কয়েকবার কিন্তু পারলো না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর চেষ্টা করলো মাথাটা তুলে আকাশ দেখার কিন্তু কিছুতেই মাথাটা তুলতে পারলো না। শেষে একরকম হতাশ হয়ে ধুপ করে বসে পড়লো গাছের নিচের শুড়কি বেরিয়ে পড়া ভাঙাচোরা রাস্তাটার ওপরই। কিছুক্ষণ পর তাও সামলাতে না পেরে উপড় হয়ে পড়ে গেল ধীরে। পড়তে পড়তে যার মুখটা ভেসে উঠলো চোখ হঠাৎ সে হয়তো এতো রাতে আর জেগে নেই, ঘুমিয়ে আছে কারো উষ্ণতায় কিংবা...

কুকুরগুলো বসে পড়লো দুপাশে। মুখ থেকে শোকবহুল কিছু শব্দ বেরিয়ে এলো ওদের। ওরা থাকবে পাহারায় অন্তত ভোর হওয়া পর্যন্ত।


Tuesday, November 16, 2021

প্রেম নয়, ভালোবাসা আর বিশ্বাসের ভার

ঠেলতে ঠেলতে পাহাড়ের চুড়ায় যারা উঠতে পারে তারা পায় শুভ্র তুষারিত স্বর্গ

বোকারা তাদের দলে নয়

ওরা থাকে সমতলে

সমূদ্রের জলে পা ভিজিয়ে জীবন কাটায়

লাল কাঁকড়া, ঝিনুক আর গাঙচিলদের সাথে

আরেক দল আছে যাদের নেই ভার নেই মুক্তি

যেখানে মাটি খুব নরম

যেখানে গাছেরা মানুষের মতো কথা কয়

সেখানে

দিনরাত ভিজছি খিলখিলে বৃষ্টিতে

নিশ্চিন্ত মনে

কারন জানি জ্বর হবেনা একদম

প্রিয় মানুষের আদ্র চোখ দেখতে পাই অতো বৃষ্টিতেও

ওকে জিজ্ঞেস করি

আমার হাসির শব্দটা ওর কেমন লাগে

কি যে উত্তর দেয় বৃষ্টির শব্দে কিছুই শুনতে পাইনা

কিন্তু ওর নিঃশ্বাসের উত্তাপ ঠিক বুঝতে পারি কপালে...

এমন স্বপ্ন দেখলে আর জাগতে ইচ্ছে করেনা

প্রতিবারই ভাবি স্বর্গে ঠিক পৌঁছে গেছি


তোমার চোখ যখন বদলে যায়

কিংবা যখন যখন বদলে যায়

আমি হাঁটু মুড়ে বসে থাকি মেঝেতে

তখন তখন

এ‍্যাম্বুলেন্স ছুটে যায় সাইরেন বাজিয়ে

কেউ কেউ মরতে বসেছে অবশেষে 

এই বহুতলের ঝকঝকে মেঝে থেকে 

পৃথিবীর নরম মাটি কতো দূরে

ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি আমি

Monday, November 15, 2021

আমি পপআর্টের ভক্ত

চিরকালই

ক্লাসিকআর্ট আমাকে বিষ্মিত করে

আচ্ছন্ন করে বিষন্ন করে

কিন্তু পপআর্ট যেন এই সাধারণ আমার 

খোশখেয়ালি কল্পনা ও বিশ্বাসের কথাই বলে




দুষ্টু বুনো হাঁসটাকে বুকে জড়িয়ে রাখতে রাখতে

ভালুকটা ওর মা হয়ে গেল

ভালুক বললো "ওখানে যেও না।"

হাঁসটা বলো "প‍্যাঁক"

ভালুক বললো "আমার বুকে থাকো, আসছে দারুণ শীত"

হাঁসটা ডানা ঝাপটিয়ে বললো "প‍্যাঁক প‍্যাঁক!"




বস্তাপঁচা কবিতারা আজকাল আর বস্তায় থাকে না

কেউ ওদের থাকতেই দেয় না

বস্তাপঁচা অনুভুতিগুলোরও এখন খুব কদর

আর বোকা আমি অভিনব অদ্ভূতের আকর্ষণে

ছুটে ছুটে এ কোথায় এলাম!


নিজের চোখদুটো খুব ভালোবাসি আমি

যদিও ওরা খুব ভালো দেখতে পায়না

আর দুটোই মিথ‍্যেবাদি প্রতারক

কিংবা নিতান্তই আহাম্মক

নীল রঙটাও হারিয়ে গেল দিনে দিনে...

আর কেউ ভালোবাসে কি না ওদের 

কে জানে?

ঘুম আসেনা

তবে মাথাটা একেবারেই ঘুমিয়ে যেতে চায়

আজকাল মাঝেমাঝে

যে শেষ দেখে নিতে চেয়েছিল

ভাবি সে কি আজও একই রকম চায় কি না

আর ভাবি

চিরকালের মতো ঘুমিয়ে পড়াটাই কি শেষ হয়ে যাওয়া?

আবোলতাবোল : ষোল

ভাইটু বনটু, এসো বসো আহারে

মনের দুটি কথা বলি আর কাহারে?

বেলা শেষ হলো তবু খেলা শেষ হলোনা

মরে গেল কেষ্টা রেখে গেল ছলনা

পাই নাই, ঠাঁই নাই, নাই কোন ঈশ্বর

মাসতুতো ভাই হলো ডান ও বাম চোর

গল্লিতে কিরিকেট, গল্লিতে ফুটবল

ময়দান ঢেকে যায়, নেই কোন শোরগোল

ফেসবুক, ইন্সটা, টুইটারে টুইট টুইট

বেকায়দায় পড়লে বিচারক কুইট কুইট

একজন কুইট হলে বাকিরা যে তড়পায়

কজনেরই আছে তেল ঈমানের চরকায়?

সমাজের ঘিলুতে অধর্ম মন্তর

লোভে জিভ লকলক, ভয়ে হাঁটু থরথর

সোশ‍্যালাইট, স‍্যাটেলাইট সব মিশে খিচুড়ি

কার নাকে দুধ লেগে, কে বা হয়েছে বুড়ি

চোখ বোঝে, 'কান' বোঝে, বোঝে না তো শিল্প

যতো বড় কেতা হোক, ভেজা গালগল্প

নোংরা কথার রাশি কারো কাছে কম নেই

কাজখানা করবার শুধু কারো দম নেই

কি ভাই বোর হলে? কফি টফি বলি?

আমি ভাই ঢোঁড়া সাপ, সাবধানে চলি

খাবারের দোকানে লাগে খুব ভালো সব

মেন‍্যু দেখে নিজেদের মনে হয় বড়লোক

শ'টাকা ফ্রেঞ্চফ্রাই, পাঁচশো পিৎজায়

ছবি দাও ফেসবুকে ব‍ম্বক্রাশ মাঞ্জায়

ইসিরনই শুধু বলে, "টাকা নাই, টাকা নাই;

শ'টাকার মোটা চাল আজ নিলে কাল নাই;

ছুঁয়ে দেখা যায়না মাছ, মাংস, সবজি,

ডিম, দুধ, ডাল বা ফলমূল, আনাজি"

ভাবি এই হাভাতে হাভাতেই থেকে যাক

কম দামে খেটে গেলে তবেই না হাঁটবাঁট

রাস্তায় যদি থাকে ভিখিরির দঙ্গল

তবেই না বিলোবো শীতকালে কম্বল,

শুক্কুরে বিরিয়ানি, রমযানে ইফতার

কোরবানে ছড়াবো মাংসটা দ্বারদ্বার

ভাত নাকি ছড়ালে কাকের নেই অভাব

মরলেও মেটেনা ভুতেদের কুস্বভাব

আমরা কি ভুত নাকি জীবিত তা বুঝিনা

আজকাল 'ফান' ছাড়া আর কিছু খুঁজিনা

সুর তাল কেটে গেছে সেই কবে মনে নেই

ঢেউ যায় যেদিকে ভেসে যাই সেদিকেই

কি হবে এতো ভেবে? কি এমন দরকার?

ভেবে ভেবে নাজেহাল আমাদের সরকার

এতো তেল ঢাললে বাড়বেই তো দামটা

কেন ভাই পেতে চাও সবকিছু সস্তা?

মহামারী প্রায় শেষ, হাত খোল এইবার

প্রণোদনা আর কতো? এইবারে যার যার 

কি ভাই বললা? প্রণোদনা পাও নাই? 

এতো আনস্মার্ট  হলে টা টা গুডবাই

টিকে যদি যেতে চাও বাংলাদেশে, হ‍্যাঁ?

কব্জির জোর চাই, হাত চাই লম্বা

পলিসি ফলিসি... থোও তো এসব কথা

পা ও জুতো নাচবে সচল হলে মাথা

হ‍্যাঁ রে ভাই! আমরা তো ঠ‍্যাঙেদের মিছিলই

চা-কফির ধোঁয়াতেই আমাদের প‍্যাঁচালি

নেচে যাই কুঁদে যাই মাথাদের খেয়ালে

ছোট মাছ খেয়ে নেয় শোল আর বোয়ালে

ফ্ল‍্যাটটা ছাড়তে হবে, হয়তো দোকানটাও

ব‍্যাংক আরো ক্ষেপে গেলে খোয়াবো এ মানটাও

না না ভাই ভেবোনা, বিলটা আমি দেবো

দুটো কথা শুনেছো, কৃতজ্ঞ থাকবো

এতোখানি সময় আজ দূর্লভ বস্তু

ভালো থেকো সুখে থেকো ভাইটু বনটু!






Saturday, November 13, 2021

Its gonna dark even the sun is there

All the birds gonna go back to nests

Stars gonna get confused too

No way would get appeared though

You will know I m right n I was


All the heavens gonna fall U'll see

All those truth gonna hung n free

If U wanna still chase for a destination, U can

Pretty love songs I've put on Ur way already 

You will know I m right n I was


All the gods they made up n all disciplines 

Gonna be scattered with their last breaths

This universe n these feelings 

Gonna fight our war for the orchard of desires 

You will know I m right n I was



Friday, November 12, 2021

তারা গোনে যারা রাতভর

নিস্তব্ধতাকে জড়িয়ে নেয় গায়ে

আর যারা গান শোনে সারারাত

বিষন্নতা তাদের গেছে সয়ে

আমি ওদের সবার দলে আছি

জেগে থাকি নিজের কাছাকাছি

গোল বেঁধেছে মাঝসাগরে

গোল বেঁধেছে বঙ্গে

মাঝি তবু গান বেঁধেছে

নাচবো তারই সঙ্গে

আজকে ছন্দ পতন হলো

জেনে কিংবা অজান্তে

যদি লম্বা রেসের ঘোড়া হও

দেখা হবে ওপ্রান্তে

Sometimes U need to cry for Urself

Only for Urself

As a living being

At least someONE you deserve to 

Every morning I open my eyes

N I open my heart to myself 

N wonder 

Why there too much pain is filled in?

Despite all oaths I took through n through 

Why do I still feel them?

Birth Right?

What r U talkin bout?

Ma birth took ma FACE OFF

See ma LEBEL SIR

M damn ThickHead Delicacy on Ur Dine


Wednesday, November 10, 2021

জীবন জন্মের মতো খোলা খাতা নয়

জীবন মৃত‍্যুর মতো বন্ধ খাতাও নয়

এক অদ্ভুত বিমুর্ততার নামই হয়তো জীবন

প্রকট বাস্তবতার অনিশ্চয়তায় নিমজ্জিত অশরীরি



Tuesday, November 9, 2021

এই আদিবাসী মন আজ তোমাকে দিলাম

পলকে সাধারণ আর সহজ হলাম

এই সবুজ শরীর আজ তোমাকে দিলাম

যতো ঝড় অপবাদ মাথা পেতে নিলাম


শহরের আকাশ থেকে নীল বৃষ্টি হোক

বাগানে পুরাতন সব ফুল ফুটুক

বাতাসে তার সুবাস মিশে থাক

জোয়ারে যা কিছু জটিল ভেসে যাক


কবিতার খাতাতে আজ সুর খেলুক

তোমার বুকে কান্নার রোল উঠুক

প্রথম চুম্বনে চিন্তারা থামুক

প্রথম আলিঙ্গনে স্বর্গরা নামুক


এ যেন সময়ের শুরু ও শেষ

পৃথিবীতে আর কিছু নেই অবশেষ

শুধু তুমি শুধু আমি শুধু দুজনে

ধরে রাখি শেষ তার এ বন্ধনে


এই আদিবাসী মন আজ তোমাকে দিলাম

পলকে সাধারণ আর সহজ হলাম

এই সবুজ শরীর আজ তোমাকে দিলাম

যতো ঝড় অপবাদ মাথা পেতে নিলাম



ওই গভীর নিষ্পাপ চোখ আমাকে পাগল করেছে হয়তো

কিন্তু চেয়েছি তোমার শরীর

দেখতে চেয়েছি পাপময় কামনার উত্তাপে 

ওই চোখের কি হাল হয় 

তোমার চেহারা দেখে বোঝার উপায় নেই

ঠিক কতোটা অপদার্থ তুমি

নিজের রুপে মশগুল হওয়া 

আর নিজের পায়ে কুড়োল মারা

একই কথা

যদি হিসেবী হও

এই নাম তুলোনা তোমার খাতায়

নিঃস্ব আছি বেশ আছি

বিয়োগ চিহ্নের পাশে আর যেতে চাইনা

প্রথমে ওই শরীর চাই

এরপর ওই শরীর চাই

এরপরও ওই শরীর চাই

শেষ পর্যন্ত ওই শরীর চাই

যা কিছু গায়েবি সেগুলো পরে বুঝে নেব


মেপে প্রেম দিতে পারি না

মেপে দুঃখও দিতে পারি না

সইতে পারলে থাকো

নয়তো ফুটো 

Monday, November 8, 2021

: কে ভাই তুমি? ক‍েন সেজেছো দাঁড়কাক?


: সাজিনি। আমি দাঁড়কাকই।


: অ‍্যাঁ! তা কানের কি হলো তোমার? এমন খরগোশের মতো হলো কি করে?


: তোমার জন‍্যই তো। কান খাড়া করে শুনছিলাম   ওদের কথা... আর তাতেই...


বেদম হাসতে হাসতে আমার দম বেরিয়ে যাবার যোগাড়। পেটে হাত চেপে হাসতে হাসতে বসে পড়লাম। তারপর শুয়ে গড়াগড়িও খেলাম। তারপর চোখ মেলে দেখি দাঁড়কাকটা হাওয়া। 


আহা বেচারা দাঁড়কাক... হায় হায়... বড্ড বেশি দূঃখ দিয়ে ফেললাম...

নিঃশ্বাস সতেজ হতে হবে

চুমু খাবো গভীরে

বুকে রোম থাকুক বা না থাকুক

ওম থাকতে হবে আর তীক্ষ্ম গন্ধ

আর হ‍্যাঁ, ওটা কিন্তু চাই ঠিকঠাক

নইলে ফেরত দিয়ে দেবো একদম

জানো তো, কতো দাম দিয়ে কিনছি!

 আমরা বনেদি না হতে পারি,

ভোগবাদি তো!

গান্ডেপিন্ডে গিলতে পারলেই হলো

গিলে খেয়েছি বইপত্তর

পদ্মা মেঘনা যমুনা

ইতিহাস ও সভ‍্যতা

তো?


Sunday, November 7, 2021

জনসংখ্যা বিষ্ফোরণের ওপর

রাজনৈতিক ও অর্থনৈতিক বিষফোঁড়া

রাস্তায় ঘরে গলিতে বাজারে নদীতে সৈকতে 

খেয়ে পরে বেঁচে থাকা কঙ্কালদের অঘোর আষ্ফালন

পার্সেল পিঠে শহরময় আরশোলাদের কিলবিল 

ব‍্যারেল ব‍্যারেল তেল পোড়ে পাচনতন্ত্র যজ্ঞে 

 

ব্রহ্মান্ড ঘুরে 

ব্রহ্মার ডিম পেয়েছি দুটো

আমার খোয়াড়ে আর যাই হোক

সৃষ্টিশীলতার চিন্তা আর থাকলো না

হেলুসিনেশান জিন্দাবাদ!!!

সাহেব বলেছে যেতে

মোকা লাত‍্যে খেতে

সুলতানা বিবিয়ানা

দেশ বিদেশে আনা যানা

বড়লোকী কারবার

যত দেন দরবার

আমার আবার টাইম নাই

টা টা বাই বাই

মাঝে মাঝে নিজেকে খুব গরীব মনে হয়

নিজের একটা নির্জন একাকি ছাদ নেই বলে

অবশ‍্য থাকলেও থোড়াই যেতাম

মাঝবয়সী একটা তক্ষক

আড্ডা দিতে এলো মাঝরাতে

দু'পেগ ঝট করে মেরে দিল শুরুতেই

তারপর আমার চোখে চোখ রেখে বললো

"তোর ঠ‍্যাং! তোর বাপের ঠ‍্যাং!!" 

পাহাড়ের খাদে অনেক গল্প থাকে

ওগুলোকে খাদের গল্প বলে

চুড়া থেকে গড়গড়িয়ে নামে গল্পরা 

আর ওরাও...

যারা গল্প খুঁজে বেড়ায়

কক্সবাজার সমুদ্র সৈকতে

বিকিনি পরে যেদিন হাঁটবো

অরোরা আসবে নেমে কর্কটক্রান্তি রেখায়

সত‍্যি সত‍্যি অন্ধ হবে সেদিন

Friday, November 5, 2021

যদি একদিন বদলে যায় এই মুখায়বয়ব

পারবে কি চিনে নিতে তখন?

দৃষ্টির তারল‍্যে যদি থাকে স্থির শব্দরা, এমনই

পারবে কি পড়ে নিতে তখনও?

আকাশের ছায়ার নিচে মুখোমুখি দাঁড়িয়ে 

মৃত‍্যু ও জন্মকে বুঝে নিতে

তখনও কি আসবে সময়?

কিছু সরল গান আর বাক‍্য 

আমরা কি শোনাবো একে অপরকে 

দ্বিধাহীণ চিরন্তন বেদনা ছুঁয়ে ছুঁয়ে

তখনও?

ছাই চাপা আগুন

সময় চাপা দূঃখ

মাটি চাপা স্বপ্ন

থেকে সাবধান...

হাত ধরো

হাত ছাড়ো

এ হৃদয় বড় নাজুক

সে আর হবেনা কারো

বিস্তর পণ‍্য সম্ভারে

ভোক্তার বমি বমি ভাব

যদিও মিছিলে যারা গিয়েছিল জোশে

তাদের প্রপঞ্চকতায়

প্রাণ গিয়েছিল কিছু সমাজতত্ত্বের

রোগান জোশ পোড়েনি সতর্কতায়

লাল রঙ ছড়িয়েছিল তুলতুলে বালিশে

তোমার পথ চলা যদি শেষ হয়ে থাকে

ভেবোনা আমিও দাঁড়িয়ে পড়বো

যতোই কেঁদে যাই তোমার প্রেমের অভাবে

ভাবনার হাতটাই ধরবো

আর গহীন অপ্রেমের সুর ছড়িয়ে দেবো

তৃতীয় বিশ্বযুদ্ধেরও ওপারে

একজন বাড়তি মানুষ

একটু বাড়তি জায়গাই দখল করে থাকে

বাড়তি খাবার খায়

কিছু বাড়তি কথা বলে যায়

জল আলো হাওয়া সময়

সবই যেন বাড়ন্ত

Wednesday, November 3, 2021

তুমি দূর্লভ 

তাই সে সহজলভ‍্য নয়

যে মেলে সহজে সে সহজিয়া

হারাতেও পারে সে সহজেই


ভালোবাসা নয়

পরাজিত ভালোবাসার চেষ্টা

হার না মানা প্রচন্ড পর্যটক

হয়তো দেখে নিতে চায় শেষটা

কোথায় শেষ হবে?

কিংবা সবকিছু শেষ হয়েছিল কবে?

ক্লান্ত বড় ক্লান্ত প্রতিদিন পথিক তুমি

শান্ত হয়ে বসো দুদন্ড

প্রতারক মন বারবার ফিরিয়ে দিয়েছে তারে?

জানি

পালিয়ে যেতে চায় বৈরী ইন্দ্রিয়রা বারবার?

হায়!

তবু বসো দুদন্ড

কামনা নয়, বৈরীতা নয়, গ্লানি নয়, ক্ষমা নয়, অভিনয় নয়,

সত‍্য কিংবা মিথ‍্যা নয়

অস্তিত্ব বিন‍্যাসিত হোক তোমার অপাপবিদ্ধ কমলের মতো




English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...