: কে ভাই তুমি? কেন সেজেছো দাঁড়কাক?
: সাজিনি। আমি দাঁড়কাকই।
: অ্যাঁ! তা কানের কি হলো তোমার? এমন খরগোশের মতো হলো কি করে?
: তোমার জন্যই তো। কান খাড়া করে শুনছিলাম ওদের কথা... আর তাতেই...
বেদম হাসতে হাসতে আমার দম বেরিয়ে যাবার যোগাড়। পেটে হাত চেপে হাসতে হাসতে বসে পড়লাম। তারপর শুয়ে গড়াগড়িও খেলাম। তারপর চোখ মেলে দেখি দাঁড়কাকটা হাওয়া।
আহা বেচারা দাঁড়কাক... হায় হায়... বড্ড বেশি দূঃখ দিয়ে ফেললাম...
No comments:
Post a Comment