কেড়ে নেয়া যাদের অভ্যাস ওরাই সাজে সবচেয়ে প্রিয়জন
ওরা কেড়ে নিতে চায় টাকাকড়ি বসতবাড়ি জমিজমা
কিছু না হোক অন্তত সুন্দর জামাটা বা মুখরোচক খাবারদাবার
ওরা কেড়ে নিতে চায় যৌবন যৌণতা গ্ল্যামার আনন্দ উচ্ছাস সময়
প্রিয় মানুষদেরও কেড়ে নিতে চায় ছক কষে
ক্ষমতা সম্মান স্বীকৃতি শ্রম মর্যদা অবস্থান
সবকিছু কেড়ে নেবার পর যখন নিঃসহায় হবে তুমি
তখন কেড়ে নিতে চায় ওরা দুঃখ যন্ত্রণাটুকুও
ভেবোনা তুমি নিঃশ্বেস হয়ে ধুলোয় মিশে গেলেও থামবে ওরা
ওরা কেড়ে নিতে চাইবে তোমার মৃত্যুর পবিত্রতা
ওরা কেড়ে নিতে চাইবে তোমার বিষাদময় স্মৃতি
No comments:
Post a Comment