ভালোবাসা নয়
পরাজিত ভালোবাসার চেষ্টা
হার না মানা প্রচন্ড পর্যটক
হয়তো দেখে নিতে চায় শেষটা
কোথায় শেষ হবে?
কিংবা সবকিছু শেষ হয়েছিল কবে?
ক্লান্ত বড় ক্লান্ত প্রতিদিন পথিক তুমি
শান্ত হয়ে বসো দুদন্ড
প্রতারক মন বারবার ফিরিয়ে দিয়েছে তারে?
জানি
পালিয়ে যেতে চায় বৈরী ইন্দ্রিয়রা বারবার?
হায়!
তবু বসো দুদন্ড
কামনা নয়, বৈরীতা নয়, গ্লানি নয়, ক্ষমা নয়, অভিনয় নয়,
সত্য কিংবা মিথ্যা নয়
অস্তিত্ব বিন্যাসিত হোক তোমার অপাপবিদ্ধ কমলের মতো
No comments:
Post a Comment