এই আদিবাসী মন আজ তোমাকে দিলাম
পলকে সাধারণ আর সহজ হলাম
এই সবুজ শরীর আজ তোমাকে দিলাম
যতো ঝড় অপবাদ মাথা পেতে নিলাম
শহরের আকাশ থেকে নীল বৃষ্টি হোক
বাগানে পুরাতন সব ফুল ফুটুক
বাতাসে তার সুবাস মিশে থাক
জোয়ারে যা কিছু জটিল ভেসে যাক
কবিতার খাতাতে আজ সুর খেলুক
তোমার বুকে কান্নার রোল উঠুক
প্রথম চুম্বনে চিন্তারা থামুক
প্রথম আলিঙ্গনে স্বর্গরা নামুক
এ যেন সময়ের শুরু ও শেষ
পৃথিবীতে আর কিছু নেই অবশেষ
শুধু তুমি শুধু আমি শুধু দুজনে
ধরে রাখি শেষ তার এ বন্ধনে
এই আদিবাসী মন আজ তোমাকে দিলাম
পলকে সাধারণ আর সহজ হলাম
এই সবুজ শরীর আজ তোমাকে দিলাম
যতো ঝড় অপবাদ মাথা পেতে নিলাম
No comments:
Post a Comment