এক অমোঘ ঈশ্বরহীনতায় বেঁচে থাকি
সময়ের করুণতম অভিশাপ নিয়ে
যে ঈশ্বর থাকে তোমার হৃদয়ে
সে জানেনা করুণা কাকে বলে
তুমি আর তোমার ঈশ্বর
দুজন বিপরীতমুখী প্রজ্ঞা
ওই হৃদয়টিকে ছিঁড়েখুঁড়ে কি পেলে দুজনেই?
এক নিগুঢ় ঈশ্বরহীনতায় বেঁচে থাকি
এই হৃদয়ে ভার নয় ক্ষয় নয় মৃত্যু নয়
অদ্ভুত অভিশপ্ত প্রেম জেগে থাকে শুধু
তোমারই জন্য
No comments:
Post a Comment