Monday, November 15, 2021

আবোলতাবোল : ষোল

ভাইটু বনটু, এসো বসো আহারে

মনের দুটি কথা বলি আর কাহারে?

বেলা শেষ হলো তবু খেলা শেষ হলোনা

মরে গেল কেষ্টা রেখে গেল ছলনা

পাই নাই, ঠাঁই নাই, নাই কোন ঈশ্বর

মাসতুতো ভাই হলো ডান ও বাম চোর

গল্লিতে কিরিকেট, গল্লিতে ফুটবল

ময়দান ঢেকে যায়, নেই কোন শোরগোল

ফেসবুক, ইন্সটা, টুইটারে টুইট টুইট

বেকায়দায় পড়লে বিচারক কুইট কুইট

একজন কুইট হলে বাকিরা যে তড়পায়

কজনেরই আছে তেল ঈমানের চরকায়?

সমাজের ঘিলুতে অধর্ম মন্তর

লোভে জিভ লকলক, ভয়ে হাঁটু থরথর

সোশ‍্যালাইট, স‍্যাটেলাইট সব মিশে খিচুড়ি

কার নাকে দুধ লেগে, কে বা হয়েছে বুড়ি

চোখ বোঝে, 'কান' বোঝে, বোঝে না তো শিল্প

যতো বড় কেতা হোক, ভেজা গালগল্প

নোংরা কথার রাশি কারো কাছে কম নেই

কাজখানা করবার শুধু কারো দম নেই

কি ভাই বোর হলে? কফি টফি বলি?

আমি ভাই ঢোঁড়া সাপ, সাবধানে চলি

খাবারের দোকানে লাগে খুব ভালো সব

মেন‍্যু দেখে নিজেদের মনে হয় বড়লোক

শ'টাকা ফ্রেঞ্চফ্রাই, পাঁচশো পিৎজায়

ছবি দাও ফেসবুকে ব‍ম্বক্রাশ মাঞ্জায়

ইসিরনই শুধু বলে, "টাকা নাই, টাকা নাই;

শ'টাকার মোটা চাল আজ নিলে কাল নাই;

ছুঁয়ে দেখা যায়না মাছ, মাংস, সবজি,

ডিম, দুধ, ডাল বা ফলমূল, আনাজি"

ভাবি এই হাভাতে হাভাতেই থেকে যাক

কম দামে খেটে গেলে তবেই না হাঁটবাঁট

রাস্তায় যদি থাকে ভিখিরির দঙ্গল

তবেই না বিলোবো শীতকালে কম্বল,

শুক্কুরে বিরিয়ানি, রমযানে ইফতার

কোরবানে ছড়াবো মাংসটা দ্বারদ্বার

ভাত নাকি ছড়ালে কাকের নেই অভাব

মরলেও মেটেনা ভুতেদের কুস্বভাব

আমরা কি ভুত নাকি জীবিত তা বুঝিনা

আজকাল 'ফান' ছাড়া আর কিছু খুঁজিনা

সুর তাল কেটে গেছে সেই কবে মনে নেই

ঢেউ যায় যেদিকে ভেসে যাই সেদিকেই

কি হবে এতো ভেবে? কি এমন দরকার?

ভেবে ভেবে নাজেহাল আমাদের সরকার

এতো তেল ঢাললে বাড়বেই তো দামটা

কেন ভাই পেতে চাও সবকিছু সস্তা?

মহামারী প্রায় শেষ, হাত খোল এইবার

প্রণোদনা আর কতো? এইবারে যার যার 

কি ভাই বললা? প্রণোদনা পাও নাই? 

এতো আনস্মার্ট  হলে টা টা গুডবাই

টিকে যদি যেতে চাও বাংলাদেশে, হ‍্যাঁ?

কব্জির জোর চাই, হাত চাই লম্বা

পলিসি ফলিসি... থোও তো এসব কথা

পা ও জুতো নাচবে সচল হলে মাথা

হ‍্যাঁ রে ভাই! আমরা তো ঠ‍্যাঙেদের মিছিলই

চা-কফির ধোঁয়াতেই আমাদের প‍্যাঁচালি

নেচে যাই কুঁদে যাই মাথাদের খেয়ালে

ছোট মাছ খেয়ে নেয় শোল আর বোয়ালে

ফ্ল‍্যাটটা ছাড়তে হবে, হয়তো দোকানটাও

ব‍্যাংক আরো ক্ষেপে গেলে খোয়াবো এ মানটাও

না না ভাই ভেবোনা, বিলটা আমি দেবো

দুটো কথা শুনেছো, কৃতজ্ঞ থাকবো

এতোখানি সময় আজ দূর্লভ বস্তু

ভালো থেকো সুখে থেকো ভাইটু বনটু!






No comments:

Post a Comment

English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...