যদি একদিন বদলে যায় এই মুখায়বয়ব
পারবে কি চিনে নিতে তখন?
দৃষ্টির তারল্যে যদি থাকে স্থির শব্দরা, এমনই
পারবে কি পড়ে নিতে তখনও?
আকাশের ছায়ার নিচে মুখোমুখি দাঁড়িয়ে
মৃত্যু ও জন্মকে বুঝে নিতে
তখনও কি আসবে সময়?
কিছু সরল গান আর বাক্য
আমরা কি শোনাবো একে অপরকে
দ্বিধাহীণ চিরন্তন বেদনা ছুঁয়ে ছুঁয়ে
তখনও?
No comments:
Post a Comment