চারদিকে শুধু খাবারের দোকান। ঘরে ঘরে পথে পথে শুধু খাবারের দোকান। দামী অদামী নামী অনামী দক্ষ অদক্ষ বাহারি খাবারের দোকান। দেশি বিদেশী রঙিন অরঙিন স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর বাহারি সব খাবারের পশরা শুধু। সতেরো কোটি মুখ হাঁ করা মানুষ। তাদের পেটভরা খিদে। চোখ ভরা খিদে। বংশানুতে খিদে। দিন রাত যে যত পারছে গিলছে। গিলতে পারলেই শান্তি। চর্বচোষ্য গিলতে পারা মানেই এখানে ভালো থাকা আনন্দে থাকা উন্নত থাকা। এই খাবারের স্তুপের ভেতর দম বন্ধ হয়ে আসে আমার। ইচ্ছে করে নাড়িভুড়িও উগলে দিই।
No comments:
Post a Comment