আকন্ঠ মদ্যপান করে টলতে টলতে সে হাঁটতে শুরু করলো। রাত গভীর হতে শুরু করেছে মাত্র কিন্তু রাস্তা প্রায় ফাঁকাই। রাস্তার দুটো কুকুর একই তালে চলতে শুরু করলো ওর পাশে পাশে। হুশ করে বেরিয়ে গেল কয়েকটা দ্রুতগামী গাড়ি একটা পিকাপও। আড্ডায় ব্যস্ত তিনজন ছোকরা পুলিশ দেখেও দেখলো না। তাই নিশ্চিন্তে চলতে চলতে সে পৌঁছে গেল একদম মাঠের কোনায় অশত্থ গাছটার কাছে। লম্বা একটা শ্বাস নিতে চাইলো কয়েকবার কিন্তু পারলো না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর চেষ্টা করলো মাথাটা তুলে আকাশ দেখার কিন্তু কিছুতেই মাথাটা তুলতে পারলো না। শেষে একরকম হতাশ হয়ে ধুপ করে বসে পড়লো গাছের নিচের শুড়কি বেরিয়ে পড়া ভাঙাচোরা রাস্তাটার ওপরই। কিছুক্ষণ পর তাও সামলাতে না পেরে উপড় হয়ে পড়ে গেল ধীরে। পড়তে পড়তে যার মুখটা ভেসে উঠলো চোখ হঠাৎ সে হয়তো এতো রাতে আর জেগে নেই, ঘুমিয়ে আছে কারো উষ্ণতায় কিংবা...
কুকুরগুলো বসে পড়লো দুপাশে। মুখ থেকে শোকবহুল কিছু শব্দ বেরিয়ে এলো ওদের। ওরা থাকবে পাহারায় অন্তত ভোর হওয়া পর্যন্ত।
No comments:
Post a Comment