Monday, November 22, 2021

বেশ‍্যাদের গান : এক

নাচো লক্ষীসোনা আমার

হাত রাখো কোমরে 

নাচো যেমন নাচে

আমার প্রজাপতিরা


আমরা খুঁড়েছি কবর একসাথে আর গেঁড়ে দিয়েছি আমাকে তোমাকে

যেখানে সব কিছু শুরু হয় আর সবকিছু স্থির থাকে

শুয়োরের বাচ্চারা খেতে থাকে আমাদের সমস্ত আর ঢুকে পড়ে গর্তে

তুমি আমি আর নই মুছে গেছি চোদা মারা সব সামাজিক শর্তে

বিশ্বাস করো সব নগ্ন পাগলদের চাইতেও নগ্ন আমরা

আর সব চরিত্রহীনদের চাইতেও চরিত্রহীন

চোখে বিষাক্ত সন্দেেহ আর অপ্রেমের পাপ নিয়ে

পাথর ছুুঁড়তে থাকে যারা তারা বলে তারা নাকি সবচেয়ে কাছের মানুষ 

অচেনা সঙ্গীতেরা বাজতে থাকলে ওরা কুৎসিত অঙ্গভঙ্গি করে নাচে

অবাক হইনা কারন সব সঙ্গীতই ওদের অচেনা

ওদের জিভ লকলকে আর ওদের কমোডে মোগলাই হাগা

ওদের পরিচয়চিত্র লালা ঝরানো আর সোনা দিয়ে মোড়ানো

পকেট থেকে টাকা বের করে ওরা কুমিরের মতো তারপর ছুঁড়ে দেয় ভিখিরিদের 

ওরা লাফায় তড়পায় ভড়কায় যেখানে কবর দিয়েছি আমরা আমাদের


নাচো লক্ষীসোনা আমার

হাত রাখো কোমরে 

নাচো যেমন নাচে

আমার প্রজাপতিরা


কখনো বলোনি তো মিথ‍্যে করেও প্রিয়তম কিংবা সুন্দরতম

তোমার হৃদয় ছেড়ে গেছে আমাকে ওই সুন্দর  আকর্ষনীয় শরীরের সাথে

একাই যুদ্ধ করে করে আমার মুখজুড়ে স্তনজুড়ে ক্ষত আর রক্তের দাগ

উলঙ্গ রাত আর উলঙ্গতর দিন সূর্যের আলোতে আসে যায়

সবাই ক্লান্ত হয়েছে আমি স্থির হয়ে থাকি বিছানায়

সনাতনী কমিক চলতে থাকে সাথে আযান আর সুরা

লজ্জা দিতে না পারলে জানো তো নেবার থাকে না আর কিছুই

বাসস্টপেজে যুদ্ধরত গৃহগামী আমিও একজন পাদানি খুঁজে না পাওয়া পা

কামুক রিকশাওয়ালা বাস কনডাকটর ভিখিরি পাগল খারাপ কিসে?

বিশ্ববিদ্যালয় শিক্ষক, নেতা কিংবা নিয়ন্ত্রক প্রত‍্যেকেই ডেকেছে ওদের নির্জন ঘরে

তারপর ক্ষেপে গিয়ে খুলে নিয়েছে আমার সাজসজ্জা আর হাসতে হাসতে ক্লান্ত হয়েছে

তারপর মাটি থেকে ক্রমশ উপরে খুঁজে খুঁজেও ক্লান্ত হয়েছে

ওরা জানতোনা পুঁতে দিয়েছি নিজেই নিজেকে অনেক আগে মাটির নিচে

নোংরা দূর্গন্ধ জামা পরে হেঁটে যাই যখন ফুটপাত ধরে বীরের মতো

আমার হাতে থাকে একগুচ্ছ গোলাপ আর হাতুড়ি আর পঁচাগলা অনুভুতিরা



নাচো লক্ষীসোনা আমার

হাত রাখো কোমরে 

নাচো যেমন নাচে

আমার প্রজাপতিরা


কৃষ্ণচূড়া আর জারুলের দিন শেষ হলে

ছাতনা ফুলের গন্ধ‍ে কামার্ত বিকেল ও সন্ধ‍্যা নামে

স্মৃতিময় শহরের অলিগলিতে বলা না বলা কথাদের আত্মচিৎকার

কোমল নরম চামড়া ও অনুভুতিগুলো রাস্তায় বিছিয়ে দিয়েছে জ্ঞানী সময়

ভারি চাকাদের নিচেই ওদের জায়গা হবার কথা ছিল

পকেটে টাকা না থাকলে চুতমারানিকে চুতমারানিই বলতে হয়

ছাতনা গাছগুলো কেটে তাই সবাই লাগায় টাকার গাছ

শ্রমিকরা মাইলের পর মাইল হেঁটে যায় আর যেতে থাকে আর যেতে থাকবে

ওদের গ্রস্ত হাতে কোন মাথা থাকেনা আর চোখে থাকেনা কোন জীবনবোধ

কৃত্রিম বুদ্ধিসম্পন্ন যন্ত্র ও অনুভুতিপ্রবন পোষ‍্যরা তাই প্রিয়তম অবলম্বন ও অনুষঙ্গ

তবু থেমোনা জন্ম দিয়ে যাও চির জারজ শিশুদের যাতে ওরা মানুষ হয় আর কবর খুঁড়তে পারে

এই প্রবল মুত্রবর্ষনে শিল্প আর ফলেনা জমিতে কিংবা এই মাথায়

বেশ‍্যাবৃত্তি ছাড়া লোকালয়ে আর কিছু অবশিষ্ট থাকেনা কারো কাছেই 

যখন কেউ থাকেনা তখন ঈশ্বরও এসে চুদে দিয়ে যায়

আকাশ থেকে পড়তে পারো শুনে কিন্তু তখনই তো মহাকাব‍্য রচিত হয়


নাচো লক্ষীসোনা আমার

হাত রাখো কোমরে 

নাচো যেমন নাচে

আমার প্রজাপতিরা






No comments:

Post a Comment

English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...