মাগো
কিছু দায় তুমি নাও
আর কিছু আমি
বেঁচে থাকা তো হলো না আমাদের একসাথে
সুন্দর নকশা তোলা জামাগুলো
মলিন হয়ে হারিয়েও গেল একে একে
কবিতা আর গানের খাতায় ভর করে যেমন আনন্দ আর দূঃখরাও
ওই চোখের অবুঝ দৃষ্টি আঁটকে গেল ছবিতে
বেঁচে রইলো বিশ্বাসের মুখোশে শুধুই অবিশ্বাস
মাগো
কিছু দায় তুমি নাও
আর কিছু আমি
বেঁচে থাকা তো হলো না আমাদের একসাথে
একসাথে নাহয় মরেই যাবো দুজন
মরমে
মরে যাওয়া খারাপ তো কিছু নয়
আমরা দুজনেই তা জানি
বারবার গলা টিপে মেরে ফেলি
আমি তোমাকে আর তুমি আমাকে
মেরে ফেলাও খারাপ কিছু নয়
আমরা দুজনেই তা জানি
এই অথর্ব সময় মৃত্যু ছাড়া আর কিই বা দিত আমাদের?
No comments:
Post a Comment