দেয়ালে দুটো টিকটিকি উত্তাল সঙ্গমে ব্যস্ত
চেয়ারের ওপর ফ্যানটা ঘুরছে জোরে
সেইসাথে ছায়াগুলোকেও ঘোরাচ্ছে
ছাদটা নামতে নামতে আমার মাথায় এসে ঠেকে গেল
আমি ভয়ে বসে পড়লাম
চিৎকারও করলাম
টিকটিকিগুলো কাঁপতে কাঁপতে ছুটলো
আমিও হামাগুঁড়ি দিয়ে অন্য ঘরে যেতে লাগলাম
No comments:
Post a Comment