যেখানে মাটি খুব নরম
যেখানে গাছেরা মানুষের মতো কথা কয়
সেখানে
দিনরাত ভিজছি খিলখিলে বৃষ্টিতে
নিশ্চিন্ত মনে
কারন জানি জ্বর হবেনা একদম
প্রিয় মানুষের আদ্র চোখ দেখতে পাই অতো বৃষ্টিতেও
ওকে জিজ্ঞেস করি
আমার হাসির শব্দটা ওর কেমন লাগে
কি যে উত্তর দেয় বৃষ্টির শব্দে কিছুই শুনতে পাইনা
কিন্তু ওর নিঃশ্বাসের উত্তাপ ঠিক বুঝতে পারি কপালে...
এমন স্বপ্ন দেখলে আর জাগতে ইচ্ছে করেনা
প্রতিবারই ভাবি স্বর্গে ঠিক পৌঁছে গেছি
No comments:
Post a Comment