আমিও বদলে গেছি অনেক
আগের মতো আর বিশ্বাস নেই মানুষের প্রতি
দেয়ালের দিকে তাকিয়ে থাকতে থাকতে
পাল্টে গেছে চোখের রঙ
ছবিতে নিজের মুখটা খুব অচেনা মনে হয়
চুপ করে থাকতে থাকতে
কেমন যেন কথা বলতেই ভুলে গেছি
রাতদিন ভাবতে ভাবতে শেষ পর্যন্ত ভাবুকই হয়ে গেছি হয়তো
আজ যখন গ্রহণ লাগলো চাঁদে
দেখতে যাইনি আর
দীর্ঘ্যতম গ্রহণ নাকি লেগেছিল
এই নাছোড় জীবনের মতোই সবকিছু যেন
নিজের মুখটা অবাক হয়ে দেখি প্রতিদিন
নিজের ভেতরটাই ভেসে ওঠে ঠিক যেন
তোমার মুখটাও মনে পড়ে
কেন যে আজও ভুলে যাইনি কে জানে
আমাদের ভুল সময়ে ভুল জায়গায় দেখা হয়েছিল
তাও তো হয়েছিল দেখা
কে কাকে কতোটা চিনে নিতে পেরেছি তা নিয়ে ভাববার কিছু নেই
কোন কিছু নিয়েই আসলে ভাববার কিছু নেই
কেন যে এতো অভিমান স্তুপ হয়ে থাকে তবু
কি করে যে বলি...
বহুদিন বহু বছর হলো ডানে বামে আর তাকাই না
একটা অদ্ভুত ঘোরে দেখি সামনের আলো ও অন্ধকার
প্রস্তুতি নিচ্ছি এবার একদম কোমর বেঁধে
সবকিছু ভুলে যাবার প্রস্তুতি
No comments:
Post a Comment