Thursday, July 29, 2021

পৃথিবীর গর্ভে অগ্নি 

একটা নষ্টা মেয়েমানুষের ত্বক জাগিয়ে মজা দ‍েখে যায় গতজন্মের প্রেতাত্মা

মৃত‍্যুকে চুমু খায় তৃষ্ণার্ত ঠোঁট

সুবিন‍্যস্ত পেশী, অস্থিময় কাঠামো, শিরা-উপশিরা

ব‍্যাথায় কুঁকড়ে কুঁকড়ে ওঠে যখন

চৌকাঠ পেরিয়ে স্বপ্নরা অগস্তে যায়

রেডিওতে সংগীতময় ভালবাসাবাসি 

নিভৃত স্থবির দুপুরের কাছে 

সব গানই নির্দয় দূঃখের গান

ধ্বংসযজ্ঞে আর কোন বাধা নেই

কোনকালেই কি ছিল?

পৃথিবীর গর্ভে অগ্নি 

ঈশ্বরের চোখে কান্না


Sunday, July 11, 2021

কিন্নরী

বোকা আকাশ আর বোকা বোকা পাহাড়ের সারি যেখানে শান্ত করে রাখে নীল নদীটিকে

সেখানেই জেগেছিল প্রেম একদিন

এমন উদাস ভাবকেই যে প্রেম বলে কারই বা জানা ছিল

প্রেমিকের চুম্বনে মিশে ছিল তপ্ত নিঃশ্বাস

প্রেমিকের দৃষ্টিতে মিশে ছিল স্বর্গীয় কামক্ষুধা

অবুঝ নরম গাল চুইয়ে বিকেলের সূর্য ঠিক ডুবেছিল এক সময়

এতো রক্তাভা ছিল আর এতো নিঃশব্দ নিষ্পাপতা

প্রেম জেগেছিল অসহায়ের মতো, পরাধীন আত্মার মতো, ক্ষয়িষ্ণু পাড়ের মতো

তারপর

সব পাখিদের মতো, ঝড়ো বাতাসের মতো, সূর্যের মতো কিংবা ঈশ্বরের মতো

ঘরে ফেরে সব উদাসী প্রেমিকেরাও একদিন

নতুন পৃথিবীতে সবকিছু চেনা, সবকিছু পুরোনো

সময়ের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে ছুটে যে বেড়ায়

সে হাতড়ে হাতড়ে চলে নক্ষত্র পুঞ্জের গোলকধাঁধায়

বিরুদ্ধচারী সময়, অপ্রসন্ন নিয়তি যুঝে যুঝে

ফিরে পেতে চায় অস্তগামী সূর্যের চুম্বন 

আকাশ, পাহাড় আর নীল নদীটিকে

প্রেম জেগে ওঠে, প্রেম বেঁচে থাকে

অসহায়ের মতো, পরাধীন আত্মার মতো, ক্ষয়িষ্ণু পাড়ের মতো

কিন্তু প্রবল দূর্বাশা সময়ের পাপচিন্তা ঘিরে থাকে বিষাক্ত বলয় হয়ে

কাম জেগে ওঠে, কামনা বেঁচে থাকে

অসহায়ের মতো, পরাধীন আত্মার মতো, ক্ষয়িষ্ণু পাড়ের মতো

কিন্তু বর্ণচোরা পাপে শেকলগ্রস্ত প্রেমিক চাইনা ফিরে তার 






Wednesday, July 7, 2021

Learned Shopkeepers

Nothing has changed

Nothing changes anyway

We learnt well where to see

We learnt well what to see

We learnt well how to see

We learnt well where to buy n where to sell

We learnt well what to buy n what to sell

We learnt well how to buy n how to sell

Rewards n gains

Ashes n pains

Gravity n force

Truth n flaws

Holding a scream in between 

We learnt well even how to stop

We learnt well even when to pull away 

claver n keen

Intensive n esteemed 

Deaf n blind

Tempted n craved


Did we ever see what we never learnt?

Did we ever say what we never learnt?

Did we ever feel what we never learnt?

Did we ever ask for what we never learnt?


If we opened the box for a while

If we asked for a sin for a while

Nothing would be changed, may be

Nothing changes ever, may be

But our dark eyes would shine brighter for sure

N our wounded souls could find a way to heal for sure





Tuesday, July 6, 2021

In Between

She gave him a box

He received it 

But never had time to open  it


He gave her some advices

She learnt well

But never could apply them in real


Both of them left the city

He left the box behined

She left the advices behind


They never knew what future holds

They still dont hv any cut

They never fought 

Never talked bout feelings 

They only knew something 

Ancient n mysterious 


Both of them left the city

He took some smell in his head

She took some eyes in her head







আবোলতাবোল : পনের

হলোনা বেড়ানো ঘরেই রহিনু বসিয়া

কোথায় প্রাণনাথ? কোথায় রঙ্গ-রসিয়া?

ঘুম থেকে উঠে উঠে সদ‍্য

লিখতে চাই কয়েক ছত্র পদ‍্য

কালো কফি বাটার টোস্ট

পোলাও টিকিয়া চিকেন রোস্ট

টেনশানহীন জীবনেও হয়ে যাচ্ছি পেরেশান

সত‍্যি সেলুকাস, বড় বিচিত্র হিউম‍্যান ইনটেনশান

খাও দাও ঘুমাও আর হাগো

এমনটাও ভালো লাগেনা দেখি

খালি খালি "কুন্ঠে সবাই বাহে... জাগো..."

রাস্তার মোড়ে মোড়ে জ‍্যাম জটলা প‍্যাঁ প‍্যোঁ

নব‍্য হাজতিদেরও রোমাঞ্চকর ট‍্যাঁ ফ‍্যোঁ

আমি আপাতত স্থানু এক শৈবালগ্রস্ত প্রবাল

ঠিক করেছি ঘরে শুয়ে শুয়ে ছিঁড়ে যাবো বাল

কুঁড়েরাই এখন নিও রেসপনসিবলস

লকডাউন শাটডাউন সিঙ্ক্রোনাইজড ডিজঅর্ডারে

হিউম‍্যান রেইস শুড নাউ অনলি প্লে উইদ দেয়ার বলস

পৃথিবী পুরোপুরি ধ্বংসের আগে 

র‍্যাদার থিঙ্ক দিস ইজ আ হামবেল ট্রিট ফ্রম গডস

(সি দা ব্রাইট সাইড সিসেস এন্ড ব্রোস)

ইউ আবালস আর নাউ হ‍্যাভিং আ লাইফ লাইক মাইটি ল‍্যান্ডলর্ডস

অনেক তো করেছিলে কমপ্লেইন

আহা থাকে কতো আনন্দে বাড়িওলার পোলায়

সারাদিন নেটফ্লিক্স আর বড় বাপের পোলা খায়

'মানুষ সামাজিক জীব' টাইপ বাল যারা কপচায়

তাদের পেছনে আজ ভার্চুয়াল রিয়েলিটির বাঁশ

শৈশব কৈশোর ও যৌবনের দৌড় পাবজি টু ক‍্যান্ডিক্রাশ

নিও সোশ‍্যালিজম নাউ ফ্রম সুদূর চায়না

প্রোডাকশান এন্ড পারফেকশান এন্ড নো বায়না

ভাইটু, বোনটু, যদি বার্ধক‍্যের ভারে হও এখনি নত

ইউ আর সো আনলাকি, কিছুদিন আগেপরে জন্মালে হত

নেচার ইজ ক্লিয়ারিং অল অবসোলেট এলিমেন্টস

এটাই নিয়ম, ভুড়ি বানাতে বানাতে উই ফরগট ইট, ফ্রেন্ডস

কনজুমারিজম ইজ টু বি রিপ্লেসড বাই সারভাইভালিজম

অন অ‍্যান এক্সট্রিম প্লাস র‍্যাম্প, রিমেমবার? উই লস্ট আওয়ার ভিশন

কাম নাই কাজ নাই নড়াচড়াতেও আজকাল ব‍্যাপক ভয়

বাটারফ্লাই ইফেক্ট থেকেই নাকি টর্নেডো আর্থকোয়েক ইত‍্যাদি ইত‍্যাদি হয়

গুরুজনেরা তাই হয়তো কয়ে গেছেন

ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিওনা

এখন ভাবার প্র‍্যাকটিস তাই রাতদিন

আঙুলে পৃথিবী থাকুক কিন্তু নাচাইও না

জাগো বাহে কুন্ঠে সবাই...

কিপ পেশেন্স এন্ড কিপ ইনোসেন্স

লেট দা ওয়ার্ল্ড বি ক্লিনড

যত্রতত্র বাল ফালাইওনা




Friday, July 2, 2021

সুপ্রভাত : পনের

বারান্দায় তিনটে পাখি এক অদ্ভুত সংগীত বাজিয়ে যাচ্ছিল 

চিউ কি ক্রি আ...ম চিক্রু বম বম বম

স্টাফ নোটেশান টা লিখে রাখলে ভালো হতো

ওরা বার বার একটা লাইন ই বাজাচ্ছিল 

কাছেই কোথায় একটা বৈদ‍্যুতিক ট্রান্সফরমার বাস্ট হলো

আমরা সবাই ভয় পেয়ে গেলাম

ওরা হয়তো চলে গেছে

আমি শুয়ে আছি

থাকবো আরো কিছুক্ষণ 

আমার পুরো ঘর আর বাহির জুড়ে বৃষ্টির গন্ধ



Ma heart feels a sync

Mirror smiles back to an ecstasy 

Thinkin of Ur love

Ma heart feels a sync

Not a good time

Never been ever

May be

We r destined to nowhere

But

Do we still hold on ourselves?

I wonder...

Love reaches eyes on the mirror

Baby

I can't help thinkin of U

Ma heart feels a sync

Its the time

It ws always been the time...

May be...







Thursday, July 1, 2021

আলমারি

সকালের নরম রোদ

নরম তুলো 

নরম সব রঙ

ঈষদুষ্ণ স্নানের জল

হালকা গন্ধের যত্ন

মিষ্টি মিষ্টি স্বাদ

আর 

ঘুম পাড়ানি গানটা

রাখা থাকে আলমারিতে




গিয়ার

রাত একটু গভীর হলে ওরা বেরিয়ে পড়লো

ঠিক করলো শহরটা চষে বেড়াবে হাই গিয়ারে

নগ্ন এঞ্জিন আর ঝড়ো চাকার শব্দ পৌঁছে যায় সবচেয়ে উঁচু ফ্ল‍্যাটটার শোবার ঘরেও

ঘোরে কেউ ভুল বকে, ডাকে ভুল নামেও

পুলিশের গাড়ি ঠিক ধাওয়া করে পিছু

ইঁদুর বেড়ালের মজার খেলা চলুক ক্লান্তিঘন সময়কে চমকে চমকে দিয়ে

রোমিঞ্চিত মন, সদ্বিবেচক মাথা, একঘেয়ে নিয়তি

গন্তব‍্য পিছলে যায় পাপপঙ্কে বারবার

তারপরও 

কয়েকটা চক্কর বড় রাস্তাগুলো ধরে

মন্দ কি?

শহরের শেষ প্রান্তে আমুদে দৌড়বাজ আর পুলিশ সিগারে সুখটান দিয়ে হয়তো ছাড়বে কৌতুকপূর্ণ গোল গোল ধোঁয়া

এঞ্জিনগুলোও একটু জিরিয়ে নেবে 

তারপর আবার নাহয়...

শোবার ঘরে কারো কারো মগজ হাই গিয়ারে অতীত পার করে 

একটা রোমাঞ্চকর কল্পনার ঘোরে ওরা আরেকবার শ্বাস নেয়

ওদের ঠোঁটের অস্ফুট শব্দ গুঁড়িয়ে দিতে পারে সব শান্তিচুক্তি 

কাল সকাল থেকে সবার বন্দী হবার কথা আবার জগতের কল‍্যানে

কিন্তু

প্রতিশ্রুতি ভেঙ্গে যারা ভুলে থাকে প্রিয়তম আত্মাদের

তাদের প্রয়োজন ফুরিয়ে যায় নিঃস্বদের কাছেও



English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...