পৃথিবীর গর্ভে অগ্নি
একটা নষ্টা মেয়েমানুষের ত্বক জাগিয়ে মজা দেখে যায় গতজন্মের প্রেতাত্মা
মৃত্যুকে চুমু খায় তৃষ্ণার্ত ঠোঁট
সুবিন্যস্ত পেশী, অস্থিময় কাঠামো, শিরা-উপশিরা
ব্যাথায় কুঁকড়ে কুঁকড়ে ওঠে যখন
চৌকাঠ পেরিয়ে স্বপ্নরা অগস্তে যায়
রেডিওতে সংগীতময় ভালবাসাবাসি
নিভৃত স্থবির দুপুরের কাছে
সব গানই নির্দয় দূঃখের গান
ধ্বংসযজ্ঞে আর কোন বাধা নেই
কোনকালেই কি ছিল?
পৃথিবীর গর্ভে অগ্নি
ঈশ্বরের চোখে কান্না
No comments:
Post a Comment