Tuesday, July 6, 2021

আবোলতাবোল : পনের

হলোনা বেড়ানো ঘরেই রহিনু বসিয়া

কোথায় প্রাণনাথ? কোথায় রঙ্গ-রসিয়া?

ঘুম থেকে উঠে উঠে সদ‍্য

লিখতে চাই কয়েক ছত্র পদ‍্য

কালো কফি বাটার টোস্ট

পোলাও টিকিয়া চিকেন রোস্ট

টেনশানহীন জীবনেও হয়ে যাচ্ছি পেরেশান

সত‍্যি সেলুকাস, বড় বিচিত্র হিউম‍্যান ইনটেনশান

খাও দাও ঘুমাও আর হাগো

এমনটাও ভালো লাগেনা দেখি

খালি খালি "কুন্ঠে সবাই বাহে... জাগো..."

রাস্তার মোড়ে মোড়ে জ‍্যাম জটলা প‍্যাঁ প‍্যোঁ

নব‍্য হাজতিদেরও রোমাঞ্চকর ট‍্যাঁ ফ‍্যোঁ

আমি আপাতত স্থানু এক শৈবালগ্রস্ত প্রবাল

ঠিক করেছি ঘরে শুয়ে শুয়ে ছিঁড়ে যাবো বাল

কুঁড়েরাই এখন নিও রেসপনসিবলস

লকডাউন শাটডাউন সিঙ্ক্রোনাইজড ডিজঅর্ডারে

হিউম‍্যান রেইস শুড নাউ অনলি প্লে উইদ দেয়ার বলস

পৃথিবী পুরোপুরি ধ্বংসের আগে 

র‍্যাদার থিঙ্ক দিস ইজ আ হামবেল ট্রিট ফ্রম গডস

(সি দা ব্রাইট সাইড সিসেস এন্ড ব্রোস)

ইউ আবালস আর নাউ হ‍্যাভিং আ লাইফ লাইক মাইটি ল‍্যান্ডলর্ডস

অনেক তো করেছিলে কমপ্লেইন

আহা থাকে কতো আনন্দে বাড়িওলার পোলায়

সারাদিন নেটফ্লিক্স আর বড় বাপের পোলা খায়

'মানুষ সামাজিক জীব' টাইপ বাল যারা কপচায়

তাদের পেছনে আজ ভার্চুয়াল রিয়েলিটির বাঁশ

শৈশব কৈশোর ও যৌবনের দৌড় পাবজি টু ক‍্যান্ডিক্রাশ

নিও সোশ‍্যালিজম নাউ ফ্রম সুদূর চায়না

প্রোডাকশান এন্ড পারফেকশান এন্ড নো বায়না

ভাইটু, বোনটু, যদি বার্ধক‍্যের ভারে হও এখনি নত

ইউ আর সো আনলাকি, কিছুদিন আগেপরে জন্মালে হত

নেচার ইজ ক্লিয়ারিং অল অবসোলেট এলিমেন্টস

এটাই নিয়ম, ভুড়ি বানাতে বানাতে উই ফরগট ইট, ফ্রেন্ডস

কনজুমারিজম ইজ টু বি রিপ্লেসড বাই সারভাইভালিজম

অন অ‍্যান এক্সট্রিম প্লাস র‍্যাম্প, রিমেমবার? উই লস্ট আওয়ার ভিশন

কাম নাই কাজ নাই নড়াচড়াতেও আজকাল ব‍্যাপক ভয়

বাটারফ্লাই ইফেক্ট থেকেই নাকি টর্নেডো আর্থকোয়েক ইত‍্যাদি ইত‍্যাদি হয়

গুরুজনেরা তাই হয়তো কয়ে গেছেন

ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিওনা

এখন ভাবার প্র‍্যাকটিস তাই রাতদিন

আঙুলে পৃথিবী থাকুক কিন্তু নাচাইও না

জাগো বাহে কুন্ঠে সবাই...

কিপ পেশেন্স এন্ড কিপ ইনোসেন্স

লেট দা ওয়ার্ল্ড বি ক্লিনড

যত্রতত্র বাল ফালাইওনা




No comments:

Post a Comment

English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...