বারান্দায় তিনটে পাখি এক অদ্ভুত সংগীত বাজিয়ে যাচ্ছিল
চিউ কি ক্রি আ...ম চিক্রু বম বম বম
স্টাফ নোটেশান টা লিখে রাখলে ভালো হতো
ওরা বার বার একটা লাইন ই বাজাচ্ছিল
কাছেই কোথায় একটা বৈদ্যুতিক ট্রান্সফরমার বাস্ট হলো
আমরা সবাই ভয় পেয়ে গেলাম
ওরা হয়তো চলে গেছে
আমি শুয়ে আছি
থাকবো আরো কিছুক্ষণ
আমার পুরো ঘর আর বাহির জুড়ে বৃষ্টির গন্ধ
No comments:
Post a Comment