রাত একটু গভীর হলে ওরা বেরিয়ে পড়লো
ঠিক করলো শহরটা চষে বেড়াবে হাই গিয়ারে
নগ্ন এঞ্জিন আর ঝড়ো চাকার শব্দ পৌঁছে যায় সবচেয়ে উঁচু ফ্ল্যাটটার শোবার ঘরেও
ঘোরে কেউ ভুল বকে, ডাকে ভুল নামেও
পুলিশের গাড়ি ঠিক ধাওয়া করে পিছু
ইঁদুর বেড়ালের মজার খেলা চলুক ক্লান্তিঘন সময়কে চমকে চমকে দিয়ে
রোমিঞ্চিত মন, সদ্বিবেচক মাথা, একঘেয়ে নিয়তি
গন্তব্য পিছলে যায় পাপপঙ্কে বারবার
তারপরও
কয়েকটা চক্কর বড় রাস্তাগুলো ধরে
মন্দ কি?
শহরের শেষ প্রান্তে আমুদে দৌড়বাজ আর পুলিশ সিগারে সুখটান দিয়ে হয়তো ছাড়বে কৌতুকপূর্ণ গোল গোল ধোঁয়া
এঞ্জিনগুলোও একটু জিরিয়ে নেবে
তারপর আবার নাহয়...
শোবার ঘরে কারো কারো মগজ হাই গিয়ারে অতীত পার করে
একটা রোমাঞ্চকর কল্পনার ঘোরে ওরা আরেকবার শ্বাস নেয়
ওদের ঠোঁটের অস্ফুট শব্দ গুঁড়িয়ে দিতে পারে সব শান্তিচুক্তি
কাল সকাল থেকে সবার বন্দী হবার কথা আবার জগতের কল্যানে
কিন্তু
প্রতিশ্রুতি ভেঙ্গে যারা ভুলে থাকে প্রিয়তম আত্মাদের
তাদের প্রয়োজন ফুরিয়ে যায় নিঃস্বদের কাছেও
No comments:
Post a Comment