The Expectations have not been Fulfilled
The expectations have not been
fulfilled,
the desires beneath my heart have
not been satisfied.
God is the king of this universe.
He keeps me as His citizens.
He punishes if the dues are not paid
and never listens to anyone’s
excuses.
I hold a hope on his mercy
that I would fulfill my desires by
worshiping him.
But my fate betrayed me
and has given me these sufferings
of life.
I have been caught by misfortune,
then I made mistakes performing the
core commitments.
Lalon says, “For this
reason,
do not leave me, Murshid.”
-Translated by Tahmina
Akhter
আশা
পূর্ন
হলো
না
আশা পূর্ণ হলো না
আমার মনের বাসনা।।
বিধাতা সংসারের রাজা
আমায় করে রাখলেন প্রজা।
কর না দিলে দেয় গো সাজা
কারো দোহাই মানে না।।
বাঞ্ছা করি যুগল পদে
সাধ মিটাব ঐ পদ সেধে।
বিধি বৈমুখ হলো তাতে
দিল সংসার যাতনা।।
পড়ে গেলাম বিধির বামে
ভুল হলো মোর মূল সাধনে।
লালন বলে এই নিদানে
মুর্শিদ ফেলে যেও না।।
-ফকির লালন সাঁই
No comments:
Post a Comment