I am Sitting Here Like I am Dissolved within Infinity
I am sitting here like I am
dissolved within infinity.
Oh, the Compassionate,
take me to the other side.
I was left alone on the river bank
and the sun was setting down.
Without you I am in a deep crisis
and I cannot find a way out.
I never have had devotions or
accomplishments,
rather I have chosen the wrong paths forever.
I always heard about the purifying stream!
Here I place an appeal for its
sake.
If you do not rescue this helpless,
your name will earn a disgrace,
Fakir Lalon says,
“Then who will call you, the Savior?
-Translated by Tahmina
Akhter
আমি অপার হয়ে বসে আছি
আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়,
পারে লয়ে যাও আমায়।।
আমি একা রইলাম ঘাটে
ভানু, সে বসিল পাটে-
আমি তোমা বিনে ঘোর সংকটে,
না দেখি উপায়।।
নাহি আমার ভজন-সাধন,
চিরদিন কুপথে গমন-
(আমি) নাম শুনেছি পতিত-পাবন,
তাইতে দিই দোহাই।।
অগতির না দিলে গতি,
ঐ নামে রবে অখ্যাতি-
ফকির লালন কয়, অকুলের পতি
কে বলবে তোমায়।
-ফকির লালন সাঁই
No comments:
Post a Comment