Do the ambrosial rain drops
shower on earth so easily,
if we do not wait like a chatak?
Chataks hold immense determination,
that if their lives are in danger
for thirst,
still, they never drink water
but the ambrosial rain drops.
The clouds deceive them many a
time,
still chataks crave for the
rain.
He, who holds on such determination
in eyes,
can also be called a saint.
My mind has become pacy like air.
It flows day and night, here and there.
Fakir Lalon says to his
Guru,
অমৃত মেঘের বারি
অমৃত
মেঘের বারি
মুখের
কথায় কি মেলে
চাতক
স্বভাব না হলে।।
চাতক
পাখির এমনি ধারা
তৃষ্ণায়
জীবন যায় গো মারা
অন্য
বারি খায় না তারা
মেঘের
জল বিনে।।
মেঘে
কত দেয় গো ফাঁকি
তবু
চাতক মেঘের ভুখি
অমনি
নিরিখ রাখলে আঁখি
তারে
সাধকও বলে।।
মন
হয়েছে পবন গতি
উড়ে
বেড়ায় দিবা রাতি
ফকির
লালন বলে গুরুর প্রতি
ও মন রয় না সুহালে।।
No comments:
Post a Comment