শ্রান্ত পায়ে চলতে চলতে একসময়
টালমাটাল মুখ থুবড়ে পড়লো সে পথিক
আকাশ পথে তখন উড়ে যাচ্ছিল এক বোমারু বিমান
আর জগতের সকল প্রাণী লুকিয়ে পড়েছিল,
কানে চাপা দিয়েছিল আঙুল।
শিশুরা কেঁদেই চলছিল,
ভয়ে না ক্ষুধায়, আজকাল আর বোঝা যায় না।
একটু পরে
আবার সবাই বেরুলো
কেউ সদাই কিনতে
কেউ সদাই বেচতে
কেউ হাওয়া খেতে
বাচ্চাগুলোও খেলতে বেরুলো নিষেধ না শুনে
পাখিগুলোও ডাকতে শুরু করলো পাতার ফাঁক থেকে
ছটফটে কাঠবিড়ালিটা ঠিক খুঁজে পেড়ে নিল একটা টসটসে ডুমুর
দুটো কাক তাড়া করলো তাই কেড়ে নিতে
কুকুর বিড়ালগুলোও পূনরায় বুঝে নিল যার যার অবস্থান
একটা হাভাতে বাউল কাছে গিয়ে টেনে তুললো পথিকটাকে
ওর হাতে দিল একটা পানির বোতল আর আড়াইখানা এনার্জি বিস্কুট
তারপর তারই পাশে বসে সি মেজর স্কেলে একটা গান ধরলো
"একদিন সব ঠিক করে ফেলবো, দেখো।
সময় আমাদের নয়, কিন্তু আমরা সময়ের।"