Wednesday, June 22, 2022

এতো ভালোবাসো তুমি আহা কোন শিশুর মুখ

নিজেকেও যেন পারোনা তেমনটা বাসতে

যতোই হও তুমি নাজেহাল তবু কোন খেদ নেই

পাপহীন শিশুটিকে চেয়ে চেয়ে শুধু দেখতে

নিজেকেও জড়াতে পারতে তুমি মমতা ও প্রেমে

যদি নিজেই নিজেকে নিষ্পাপ বলে মানতে

এই পৃথিবী চির বিস্মৃত আর চির ক্ষমাময় ঈশ্বর 

ক্ষমাহীন অন্তর মরে ক্লেদাক্ত বেঁচে থাকাতে


Friday, June 17, 2022

জানি

চাই ষোল আনা তোমার

ডিএনএর সুদ তুলবে তুমি কড়ায় গন্ডায়

আর ছুঁড়ে দেবে মৃতদেহদের স্মৃতিভস্ম দূরবর্তী কোন আস্তাকুঁড়ে

তারপর গুনে গুনে করবে পবিত্রতম শোকাচার

গুনে গুনে বুঝে নেবে বিন্দু বিন্দু পূণ‍্যকর্ম

আর গুনে গুনে বেচাকেনা করবে আমল 

ঘুমের ঘোরেও উপচে গড়ায় তোমার লালসা

তোমার জন‍্যই ভোগবাদী দ্বীনতত্ব

তোমার জন‍্যই ষোল আনা

জানি।

Friday, June 10, 2022

সময় গুনে স্বপ্ন বুনে শুধুই যাওয়া

যেখানে যা যেখানে যে পড়ে রইলো

জানলা খুলে আনবে না কেউ দমকা হাওয়া

উড়িয়ে দিতে প্রপঞ্চনার জমাট ধুলো

গান ধরেছি নিষাদ ছুঁয়ে এই অবেলায়

তোমার অবহেলায় 

শব্দগুলোর খুব অভিমান হলো 

💔

Wednesday, June 1, 2022

শ্রান্ত পায়ে চলতে চলতে একসময়

টালমাটাল মুখ থুবড়ে পড়লো সে পথিক

আকাশ পথে তখন উড়ে যাচ্ছিল এক বোমারু বিমান

আর জগতের সকল প্রাণী লুকিয়ে পড়েছিল,

কানে চাপা দিয়েছিল আঙুল।

শিশুরা কেঁদেই চলছিল,

ভয়ে না ক্ষুধায়, আজকাল আর বোঝা যায় না।

একটু পরে

আবার সবাই বেরুলো

কেউ সদাই কিনতে

কেউ সদাই বেচতে

কেউ হাওয়া খেতে

বাচ্চাগুলোও খেলতে বেরুলো নিষেধ না শুনে

পাখিগুলোও ডাকতে শুরু করলো পাতার ফাঁক থেকে

ছটফটে কাঠবিড়ালিটা ঠিক খুঁজে পেড়ে নিল একটা টসটসে ডুমুর

দুটো কাক তাড়া করলো তাই কেড়ে নিতে

কুকুর বিড়ালগুলোও পূনরায় বুঝে নিল যার যার অবস্থান 

একটা হাভাতে বাউল কাছে গিয়ে টেনে তুললো পথিকটাকে

ওর হাতে দিল একটা পানির বোতল আর আড়াইখানা এনার্জি বিস্কুট

তারপর তারই পাশে বসে সি মেজর স্কেলে একটা গান ধরলো

"একদিন সব ঠিক করে ফেলবো, দেখো।

সময় আমাদের নয়, কিন্তু আমরা সময়ের।"

এমন ই এই বেঁচে থাকা যেন যাপন করে চলেছি অন‍্য কারো জীবন

যেন এ দেহ  আমার নয় 

আয়নায় সাজিয়ে তুলছি অন‍্য কারো প্রতিচ্ছবি

একটা অচেনা সময়ে ধুকতে ধুকতে

এতো অপরিচয়ের ক্ষমাহীণতা সইতে সইতে

নিজেকেই অচেনা লাগে আজকাল

নিজের পরিচয়টুকুও যেন বিপন্ন নিজেরই কাছে

এক অনুর্বর জনপদে যেন বুনেই চলেছি

শুধুই অযোগ‍্য বিশ্বাসের বীজ


English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...