জানি
চাই ষোল আনা তোমার
ডিএনএর সুদ তুলবে তুমি কড়ায় গন্ডায়
আর ছুঁড়ে দেবে মৃতদেহদের স্মৃতিভস্ম দূরবর্তী কোন আস্তাকুঁড়ে
তারপর গুনে গুনে করবে পবিত্রতম শোকাচার
গুনে গুনে বুঝে নেবে বিন্দু বিন্দু পূণ্যকর্ম
আর গুনে গুনে বেচাকেনা করবে আমল
ঘুমের ঘোরেও উপচে গড়ায় তোমার লালসা
তোমার জন্যই ভোগবাদী দ্বীনতত্ব
তোমার জন্যই ষোল আনা
জানি।
No comments:
Post a Comment