এমন ই এই বেঁচে থাকা যেন যাপন করে চলেছি অন্য কারো জীবন
যেন এ দেহ আমার নয়
আয়নায় সাজিয়ে তুলছি অন্য কারো প্রতিচ্ছবি
একটা অচেনা সময়ে ধুকতে ধুকতে
এতো অপরিচয়ের ক্ষমাহীণতা সইতে সইতে
নিজেকেই অচেনা লাগে আজকাল
নিজের পরিচয়টুকুও যেন বিপন্ন নিজেরই কাছে
এক অনুর্বর জনপদে যেন বুনেই চলেছি
শুধুই অযোগ্য বিশ্বাসের বীজ
No comments:
Post a Comment