এতো ভালোবাসো তুমি আহা কোন শিশুর মুখ
নিজেকেও যেন পারোনা তেমনটা বাসতে
যতোই হও তুমি নাজেহাল তবু কোন খেদ নেই
পাপহীন শিশুটিকে চেয়ে চেয়ে শুধু দেখতে
নিজেকেও জড়াতে পারতে তুমি মমতা ও প্রেমে
যদি নিজেই নিজেকে নিষ্পাপ বলে মানতে
এই পৃথিবী চির বিস্মৃত আর চির ক্ষমাময় ঈশ্বর
ক্ষমাহীন অন্তর মরে ক্লেদাক্ত বেঁচে থাকাতে
No comments:
Post a Comment