কিছুই এতোটা অসহায় করে তুলতে পারেনা
এতো অসহায় বোধ করা যায় জানা ছিল না কোনদিন
হৃদয়ে জমানো কিছু কথা এমন বিঁধলো তোমার বুকে...
কিন্তু জানো তো
সত্যি বলতে কিছুই আসে যায় না
আর কিচ্ছু চাই না আমার
শুধু চাই প্রাণখোলা হাসিটুকু তোমার
ওই আলো ঝরানো হাসিটুকুই চাই শুধু
সব ভুলে মুহূর্তের উচ্ছাসে মাতবো বলেই না সব ফেলে তোমার কাছে ছুটে ছুটে আসা
...এমন বিঁধলো তোমার বুকে...
হাসতে কি ভুলেই গেলে তুমি??!
আমি ঘর অন্ধকার করে বসে আছি
এতো অসহায় আর কোনদিন লাগে নি
No comments:
Post a Comment