ভগবান বুদ্ধ ভগবান ছিলেন না কোন
হতেও চাননি কোনদিন
নির্বাণ প্রাপ্ত হয়ে তিনি পেয়েছিলেন শান্তিময় পথ
নিরাপত্তা ছিলোনা কখনো মানুষের
তার আশাও করেন নি কোনদিন হয়তো
তিনিও করেছিলেন দেহত্যাগ একদিন
ভক্তের দল বিভৎস মোহে খুবলে খুবলে সংগ্রহ করেছিল প্রাণহীন শরীরের অংশগুলো তাঁর
দু'শ বছর পর যারা হলেন তাঁর অনুগামী
তাদের প্রয়োজন ছিল পরিপাটি নতুন এক ভগবান, সুখ ও শান্তি লাভের প্রত্যাশায়
টিকে থাকার লড়াইয়ে
তারপর তাদের প্রয়োজন হলো শান্তির বদলে নিরাপত্তা
এই ঘটনাটাই ঘুরে বেড়াচ্ছে হাজার বছর ধরে পৃথিবীময়
মানুষের শান্তির প্রয়োজন ছিলো না কোন দিনই
প্রয়োজন এক বা একাধিক ভগবান শুধু
তার চেয়েও প্রয়োজন ঐশ্বর্য ও নিরাপত্তার কল্পনা
বুদ্ধের শান্তির বাণী তাই করুণ মরমিয়া সুর হয়ে ঘুরে বেড়ায় সমুদ্রের তীরে তীরে
সমুদ্র চিরকালই অমৃতের প্রিয়তম আশ্রয়স্থল
No comments:
Post a Comment