তুমি আমায় পাপী বলতেই পারো
তবে আমার পাপে কোন মিথ্যে নেই
কোন লোভ নেই লালসা নেই
নেই এক বিন্দু অসততা
নিজেকে পূণ্যবান তুমি ভাবতেই পারো
যদিও তোমার পূণ্য কর্মের প্রেষণা দেখছি
ওই চকচকে চোখে আর লকলকে জিভে
মিথ্যে আর অসততার আভা ঠিকরে বেরুচ্ছে
তোমার প্রতিবেশ জুড়ে
সত্যি অনেক কষ্টে আছো
ওই স্বর্গ সত্যি প্রাপ্য তোমার
যতোই করো অশ্রদ্ধা কিংবা ঘৃণা আমায়
যতই ছুঁড়ে দাও পাথর, বল্লম কিংবা বিষ্ঠা
শেষ পর্যন্ত করুণা প্রশমিত হয়ে পড়ি
তোমার স্বর্গে ভাগ বসাতে চাই না
যেমন ভাগ বসাতে চাই না তোমার
ক্ষমতা, প্রতিপত্তি ও সম্পদে
আমার নির্লোভ সৎ পাপটুকু থাক যথেষ্ট
তুমি তো একে কালোই দেখতে পাও
কালিমা ছড়িয়ে কেন যে বৃথা পরিশ্রম করো
আর কেন যে এতো ভয় দেখাও
এই পৃথিবীতে তুমি আমার জন্য নরকই তো গড়েছো
আর সবশেষে মাথা উঁচু করে
নরকেই প্রবেশ করতে চাই আমি
No comments:
Post a Comment