আমাদের ঘর কোন পণ নেই
আমাদের পরিচয় ধন নেই
আমাদের আছেন এক লালন
ওহে গুণীজন
আমি চাই না বাউল হতে
যদি চুলোয় চাউল জোটে
যদি মগজ সচল ছোটে
আমি এক আমি হতে চাই
ওহে গুণীজন
যদি ভৎসনাটাই মেলে
এক রত্তি ঠাঁই টুকুও পেলে
আমি এক আমিই হতে চাই
আমি চাই না বাউল হতে
আমি চলবো নিজের মতে
এই শহরের পুঞ্জ পুঞ্জ আলোয়
এই শহরের পুঞ্জ পূঞ্জ কালোয়
পাওয়া না পাওয়া মন্দ ভালোয়
নিজেকে খুঁড়েই হারাই হিতে
সর্বহারার মতোই জিতে
আমি চলবো নিজের মতে
আমি চাই না বাউল হতে
No comments:
Post a Comment