স্নানঘরের উষ্ণতা মমতায় ঘিরে থাকতে পারে যদি খুব প্রয়োজন হয়
যে কখনো জড়িয়ে নেয়নি ভালোবেসে
কিংবা গ্রহণই করেনি বিন্দুমাত্র
তার প্রয়োজনীয়তা ফুরোতে পারে এক মুহুর্তেই
প্রয়োজনে গলা টিপে হত্যা করতে হয় সব বিশ্বাসের ছলনাগুলোকে
পৃথিবী যখন এলোমেলো হয়ে যায় মিথ্যে শিং এর তান্ডবে
স্নানঘরে জলের উষ্ণতায় উবে যাক সব মিথ্যে আর আরোপিত সত্য, যেতেই পারে
No comments:
Post a Comment