একটা সুন্দর গাছ বানালাম যত্নে
আর মুখোশগুলো ঝুলিয়ে দিলাম
সুবিন্যস্ত ডালপালা থেকে
সবাই হাততালি দিয়ে বললো
বাহ! কি সুন্দর!
তুমিও আবেগে আপ্লুত হয়ে বললে
বাহ! কি সুন্দর!
তারপর বা তার আগে
সত্যিকারের মুখগুলো সব লুকিয়ে রাখলাম
বা সাহায্য করলাম লুকিয়ে রাখতে
অপূর্ব গাছটার সামনে দাঁড়িয়ে
আমিও স্মিত হেসে বললাম
বাহ! কি সুন্দর!
No comments:
Post a Comment