ওখানে একশোটা প্রদীপ জ্বালিয়েছিল কেউ
ওই যে নদীর ধারে যে কুটির ছিল
তার সামনে কেউ বুনেছিল নরম সবুজ ঘাস
গন্ধরাজ গাছটা ভরে উঠেছিল কলিতে
কখন যে গোলাপ গাছগুলো তরতর করে বেড়েছিল কেউ টেরই পায়নি
ওই প্রদীপের আলো
গন্ধরাজ গোলাপের সুগন্ধ
আর ঘাসের নম্রতার আবেশ নিয়ে
একটা শহুরে গান বেঁধে চলেছি আমি
কেউ যদি নাও শোনে
তবুও
ঈশ্বরহীন শহরে পাপ পূণ্যের বিচারক নেই কেউ
এখানে মানুষই মানুষের যমরাজ
নিষ্ঠুর মানুষগুলো মুখোমুখি
যেমন আয়নায় মুখোমুখি ছায়া
সবকিছু ক্ষয়ে যাবে অতীতের মতোই
প্রত্নতত্ববিদেরা খুঁজে নেবে সবকিছু হয়তো
শুধু খুঁজে পাবেনা মসজিদ মন্দীর গীর্জার শহরে ঈশ্বরহীনতা
আর হৃদয়ের ক্ষতগুলো
আর অলীক বাস্তবতার গানগুলো
No comments:
Post a Comment