একজন ইকবাল নামের তথাকথিত মাদকাসক্ত কিংবা ভবঘুরে কিংবা পাগল মুসলমান গভীর রাতে হিন্দুদের দূর্গাপূজা উৎসব উপলক্ষে নির্মিত কুমিল্লার এক পূজামন্ডপে এক মূর্তির পায়ের ওপর কোরান শরিফ রেখে এলো। তৌহিদী জনতা ভাবলো হিন্দুরা কোরান অবমাননা করেছে। তারপর সারা দেশে পূজামন্ডপগুলোতে মারধোর ভাঙচুর জ্বালাও পোড়াও শুরু হলো। হিন্দদের ঘরে ঘরে আক্রমণ শুরু হলো। ধর্ষণ, নির্যাতন, লুটপাট চললো। মন্দিরে মন্দিরে আক্রমণ হলো। শান্তিময় আশ্রমে ধ্বংসযজ্ঞ চললো। খুন খারাবি হলো। পুরহিতের লাশ ভেসে উঠলো। পীরগঞ্জের মাঝিপাড়া পুড়ে ছাই হলো। সারা দেশের দূর্গোৎসব পন্ড হলো। দেশের সমস্ত সংখ্যালঘু এবং মানবিকতাসম্পন্ন মানুষের হৃদয়ের বিশ্বাস, আস্থা গুঁড়িয়ে গেল। পৃথিবীর কাছে বাংলাদেশের সম্মান নষ্ট হলো। এমনই তো ঘটনাটা, তাই না? সব কিছুর মূলে তো ওই 'তৌহিদী জনতার একটা বোঝার ভুল'।
তা সেই ভুল শোধরানোর চেষ্টা চলছে। সরকার, আইনশৃঙ্খলা বাহিনি চেষ্টা করছে। সেই তথাকথিত মাদকাসক্ত কিংবা ভবঘুরে কিংবা পাগল ইকবালকে (যে কি না এখন আবার পলাতক) ধরার প্রচেষ্টা চলছে। আমাদের প্রত্যেক সরকারমন্ডলির চেষ্টার কোন শেষ নেই। তারা সম্প্রীতির পথে চেষ্টা করে যাচ্ছেন গত পঁয়তাল্লিশ বছর ধরে। সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় নেতাদের এবং তাদের অনুসারী ও যোদ্ধাদের সম্মান, ক্ষমতা, সুযোগসুবিধা, বাকস্বাধীনতা, অবমাননার স্বাধীনতা, জোটস্বাধীনতা, সাইবারস্বাধীনতা, আইন হাতে নেবার স্বাধীনতা, অসম্মান করার স্বাধীনতা, ফতোয়া দেবার স্বাধীনতা, বলাৎকার করার স্বাধীনতা, ভুল বোঝার, ভুল করার স্বাধীনতা, ষড়যন্ত্রের স্বাধীনতা, জঙ্গীবাদ চর্চার স্বাধীনতা, টাকা ধোয়ার স্বাধীনতা, জমি, সম্পদ, তেল, মাখন ইত্যাদি ইত্যাদি দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। চেষ্টা তো করতেই হবে, বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম যে "ইসলাম", আমাদের বৈদেশিক মুদ্রার সিংহভাগই যে আসে ইসলামী বিশ্ব থেকে, তা সে যত শ্রম শোষণের মাধ্যমেই হোক না কেন। সরকারের চেষ্টাকে সাধুবাদ জানাই। ইসলামী ও জিহাদি বিশ্বের সাথে সম্মানের, মানবিকতার, সুশিক্ষার, সুনীতির, সুশাসনের, সুবিচারের, যুক্তি ও বিবেকের মূল্যে সম্প্রীতি বজায় রাখার জন্য, অর্থনীতির চাকা চঞ্চল রাখার জন্য। আমরা মধ্যম আয়ের দেশ হয়েছি, একদিন উচ্চ আয়ের দেশ হবো। হিসাবে আর হাতে টাকা থাকলে এই ভোগবাদী মানুষের পৃথিবীতে কেউ তো আর অশিক্ষা, কুশিক্ষা, নীচতা, অসভ্যতা, বর্বরতা বা চরিত্র নিয়ে প্রশ্ন করে না। তবে হ্যাঁ, 'বাংলাদেশ' নামটা যদি পাল্টে ফেলতে পারতেন তবে কৃতজ্ঞ হতাম। কারন 'বাংলাদেশ' শব্দটার সাথে এতো সংগ্রাম, এতো আত্মত্যাগ, এতো নিরপেক্ষতা, এতো সমতা, এতো লোভহীনতা, এতো সততা জড়িয়ে আছে, 'বাংলাদেশ' শব্দটার সাথে যখন বর্বর, অসভ্য, মৌলবাদী, উগ্র এই শব্দগুলো জুড়ে দেয়া হয়, 'বাংলাদেশ'কে পাকিস্তান কিংবা আফগানিস্তানের সাথে তুলনা করা হয়, আমাদের মতো সাধারন বাংলাদেশীদের মরে যেতে ইচ্ছা করে, মরমে মরেও যাই সত্যি বলতে গেলে। অবশ্য আমরা মরে গেলে কার কি ই বা এসে যায়...
No comments:
Post a Comment