সন্ধ্যের আলো বেদনা জাগায়
ব্যস্ততম দিন অস্তে যায়
তুমি পাশে থাকো যতক্ষণ
আমার ভালো লাগা
প্রতিটি দিন যেন ঘোর
বেদনাতে রাগে তোমার ছোঁয়া
নিয়ত খোঁজে অবুঝ এ মন
আমার ভালো লাগা
এক হাজার বছর কেটেছে
আমাদের স্বপ্ন স্নাত হয়েছে
তোমারই হাত ধরি আবার
বেদনাকে ধুয়ে মুছে দিই দূরে
হোক আকাশ ধুসর কিংবা নীল
পৃথিবীটা রঙিণ স্বপ্নীল
তুমি পাশে থাকো যতক্ষণ
আমার ভালো লাগা
(Translated from "My Happyness" of Ella Fitzgerald)
No comments:
Post a Comment