যখন দেয়াল চেপে আসে চারপাশ থেকে
বলি,
বন্ধ করো দুচোখ
এই বুকে মাথা রেখে দেখো কেমন ওম এখনো
পৃথিবী তো নতুন কোন ধ্বংসস্তুপ নয়
দাম্ভিক মানুষের পায়ের নিচে তো চিরকালই দাম্ভিক মানুষের ফসিল
আকাশের নিচে মাটির খুব কাছে
ঘাসের ওপর কোমল কান্না মাড়িয়ে চলে যায় দ্বিধাহীন সময়
সবাই বলে
পাপ ফিরে ফিরে আসে পাপীর কাছে
পূণ্য ফিরে ফিরে আসে পূণ্যাত্মার কাছে
কোন পৃথিবীতে?
কোন স্বর্গে?
কোন নরকেই বা?
ইথারে নাকি সঞ্চিত থাকে সব শব্দ
আর নৈশব্দ?
মসজিদ মন্দির গীর্জায় প্রতিদিন তুমুল শোরগোল
মাজারে মাজারে ঝলমল চাদর জিকির মাতম
দরবেশের ঘূর্ণিতে মাতাল দৃষ্টির সীমা
উন্মত্ত মানুষের আত্মা যতো আছড়ে পড়ে মুক্তির আশায়
ততোই জড়ায় মোহময় শৃঙ্খলে
ক্রম হ্রাসমাণ স্থান ও সময় দেয়ালের অগ্রসরে
কৃষ্ণ নয়, যিশু নয়, মোহাম্মদ নয়, বুদ্ধের প্রতিকৃতি নয় কোন
অপরুপ মিথ্যা, লোভ ও ঔদ্ধত্বে
আকাশ ছুঁয়ে শুধু অতৃপ্ত আত্মার প্রতাপ
সত্য নেই
তৃপ্তি নেই
মানুষের পায়ের নিচে শুধু মানুষের পর্বত
No comments:
Post a Comment